শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না কেন?

শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না কেন?

আল্লাহ্ নিজে বলেছেন, শিরক করা ‘চরম যুলুম’ বা অন্যায়। এ কারণে তিনি অন্য অপরাধ মাফ করলেও শিরককারীকে ক্ষমা করবেন না।
শিরক করার মাধ্যমে আল্লাহর সাথে অংশীদার করা হয়। অন্য কাউকে আল্লাহর সমপর্যায়ের মনে করা হয়। শিরকের মাধ্যমে আল্লাহর সাথে অন্যায় কারা হয়। কারণ এর মাধ্যমে মানুষ অন্য কিছুর ইবাদত বা আনুগত্য করে। কিন্তু সকল প্রশংসা এবং ইবাদত পাওয়ার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ। এ কারণে আল্লাহ শিরককারীকে ক্ষমা করবেন না।

Similar Posts