তাজবিদ কাকে বলে?
তাজবিদ কাকে বলে?
আল-কুরআনের আয়াতসমূহকে উত্তমরূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয়।
কুরআন মজিদ তিলাওয়াতের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে। যেমন- মাখরাজ, মাদ্দ, সিফাত, ওয়াকফ, গুন্নাহ ইত্যাদি। এসব নিয়মকানুন সহকারে শুদ্ধরূপে তিলাওয়াত করাকেই তাজবিদ বলা হয়।