সমতুল্য ও তুল্য লেন্স বলতে কী বোঝায়?
সমতুল্য লেন্স : কোনো লেন্স সমবায় একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করলে, যদি কোনো একক লেন্স উক্ত বস্তুর একই বিবর্ধনের প্রতিবিম্ব একই স্থানে গঠন করে, তবে ঐ একক লেন্সকে উক্ত সমবায়ের সমতুল্য লেন্স বলে।
তুল্য লেন্স : সংযোজিত লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোক রশ্মি লেন্সগুলোর মধ্য দিয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের একটি বিন্দুতে মিলিত হবে বা প্রধান অক্ষের একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে। ঐ বিন্দুটি হবে উক্ত সংযোজিত লেন্সের প্রধান ফোকাস। সংযোজিত লেন্সের স্থানে যদি এমন একটি লেন্স স্থাপন করা হয় যেন প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর ঐ একই বিন্দুতে মিলিত হয় বা ঐ একই বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, অর্থাৎ এ লেন্সটির ফোকাস দূরত্ব উক্ত সংযোজিত লেন্সের ফোকাস দূরত্বের সমান। তাহলে এ লেন্সটিকে বলা হবে উক্ত সংযোজিত লেন্সের তুল্য লেন্স।