কতকগুলাে তড়িৎ কোষ বা সেল এর সংযােগকে ব্যাটারি বলে। ব্যাটারিতে একাধিক সেলযুক্ত থাকে।
স্বাস্থ্য ও পরিবেশে ব্যাটারির প্রভাব
আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকি যেমন- ড্রাই সেল, মারকারী কোষ, লেড স্টোরেজ ও লিথিয়াম ব্যাটারি। ড্রাই সেল গঠনে দস্তা ও Mn2O ব্যবহার করা হয়। মারকারি কোষে Zn ও মারকিউরাস এসিড HgSO4 ব্যবহার করা হয়। আবার লেড স্টোরেজ ব্যাটারি যাকে আমরা সচরাচর মাইক চালাতে ব্যবহার করি মূলত সীসা (Pb) ও সীসার অক্সাইড দ্বারা গঠিত। লিথিয়াম ব্যাটারিতে কোবাল অক্সাইড ব্যবহার করা হয়। উল্লিখিত ধাতুসমূ্হকে ভারী ধাতু বলে। রাসায়নিক ধর্ম বিবেচনায় উল্লিখিত ধাতু এবং ধাতব যৌগসমূ্হ বিষাক্ত ও জীবদেহে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে পরিচিত।