Blog

ওয়েবসাইট ডোমেইন কত প্রকার ও কি কি?

1 min read

ডোমেইন ডট (.) চিহ্ন দিয়ে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
ক. নিজস্ব নাম
খ. টপ লেভেল ডোমেইন : এটি ডোমেইনের সর্বশেষ অংশ।

আবার টপ লেভেল ডোমেইন দুই প্রকার যথাঃ
ক. জেনেরিক ডোমেইন (Generic Domain) : বর্তমানে ৭ ধরনের জেনেরিক ডোমেইন প্রচলিত আছে। এ নাম দেখে বুঝা যাবে প্রতিষ্ঠানটি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।
খ. কান্ট্রি কোড ডোমেইন (Country Domain) : এটি হলো কোন দেশের পরিচয়মূলক দুই অক্ষর বিশিষ্ট শব্দ। যেমন : ধরা যাক, www.buet.ac.bd অ্যাড্রেসটিতে বোঝানো হয়েছে ডোমেইন নেইমটি বাংলাদেশের।

ক. জেনেরিক ডোমেইনের প্রচলিত ৭টি ডোমেইন হলো–

.com = Commercial Organization

.gov = Government Institution

.mil = US Armed Forces

.net = Network and internet Organization

.edu = Education Institution

.int = International Organization

.org = Non Profit Organization

.tv = Television & Media

খ. কান্ট্রি কোড ডোমেইনে প্রচলিত সংক্ষিপ্ত নাম সমূহ

bd = বাংলাদেশ

in = ইন্ডিয়া

pk = পাকিস্তান

eg = মালেশিয়া

cn = চীন

us = যুক্তরাষ্ট্র

jp = জাপান

bt = ভুটান

tr = তুর্কি

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x