সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইস কোনটি এবং কেন?
হার্ডডিস্ক হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইস যা স্থায়ীভাবে তথ্য উপাত্ত সংরক্ষণ করে রাখে। র্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো অস্থায়ী, কম্পিউটার বন্ধ করলেই সেটা উধাও হয়ে যায়। হার্ডডিস্কে যেটা জমা রাখা থাকে সেটা কম্পিউটার বন্ধ করলে উধাও হয়ে যায় না- তবে ইচ্ছা মতো একটা তথ্য মুছে অন্য একটা তথ্য রাখা যায়। হার্ডডিস্কের ধারণ ক্ষমতাও অনেক। যার কারণে অনেক তথ্য, প্রোগ্রাম এতে সেভ করে রাখা যায়।