Modal Ad Example
পড়াশোনা

ভোক্তা কাকে বলে? ভারসাম্য দাম কীভাবে নির্ধারিত হয়?

1 min read

কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্যে যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে।

ভারসাম্য দাম কীভাবে নির্ধারিত হয়?

চাহিদা ও যোগানের সমতা দ্বারা একটি দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়।

যে নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের মোট চাহিদা ও মোট যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। বাজারে কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দরকষাকষি চলে। ক্রেতারা স্বভাবতই সর্বনিম্ন দামে দ্রব্যটি কিনতে চায়, কিন্তু বিক্রেতারা সর্বোচ্চ দামে তা বিক্রি করতে আগ্রহী হয়। এরকম দরকষাকষির ফলে একটি দামে দ্রব্যটি কেনা-বেচা হয়। এভাবেই একটি নির্দিষ্ট দামে মোট চাহিদা ও মোট যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম নির্ধারিত হয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x