এসএসসি (SSC) পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. নাগরিকের অধিকার ও কর্তব্য, শাসকের ক্ষমতা এবং নাগরিক ও শাসকের সম্পর্ক কীরূপ, তা জানতে হলে কী করতে হয়?

ক. রাজনীতি করতে হয়

খ. সাংসদ হতে হয়

গ. সংবিধান পাঠ করতে হয়

ঘ. পাঠ্যবই পড়তে হয়

সঠিক উত্তর : গ

২. রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন কোথায় লিপিবদ্ধ থাকে?

ক. সংবিধানে

খ. ধর্মগ্রন্থে

গ. ফৌজদারি আইনে

ঘ. পাঠ্যপুস্তকে

সঠিক উত্তর : ক

৩. কোন দেশের সংবিধান তৈরি হয়নি বরং গড়ে উঠেছে?

ক. যুক্তরাষ্ট্রের সংবিধান

খ. ব্রিটিশ সংবিধান

গ. ভারতের সংবিধান

ঘ. বাংলাদেশের সংবিধান

সঠিক উত্তর : খ

৪. ব্রিটিশ সংবিধানে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে কোনটি?

ক. ম্যাগনাকার্টা

খ. হিউম্যান রাইটস

গ. শিল্পবিপ্লব

ঘ. গৌরবময় বিপ্লব

সঠিক উত্তর : ক

৫. বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে কোন পদ্ধতিতে?

ক. বিপ্লবের মাধ্যমে

খ. অনুমোদনের মাধ্যমে

গ. আলাপ-আলোচনার মাধ্যমে

ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে

সঠিক উত্তর : গ

৬. বাংলাদেশের সংবিধান কত সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়?

ক. ১৯৭১ সালে  খ. ১৯৭২ সালে

গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৭৪ সালে

সঠিক উত্তর : খ

৭. সংবিধান হলো—

i. রাষ্ট্রের চালিকাশক্তি

ii. রাষ্ট্রের দর্পণ

iii. রাষ্ট্রের সরকার পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৮. যুক্তরাজ্যের সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য—

i. প্রথানির্ভর আইন

ii. অলিখিত সংবিধান

iii. ম্যাগনাকার্টা সনদ ব্রিটিশ সংবিধানে লিখিত রয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯. কোন সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে?

ক. সুপরিবর্তনীয় সংবিধান

খ. লিখিত সংবিধান

গ. দুষ্পরিবর্তনীয় সংবিধান

ঘ. অলিখিত সংবিধান

সঠিক উত্তর : খ

১০. সুষ্পষ্টতা কোন সংবিধানের বৈশিষ্ট্য?

ক. সুপরিবর্তনীয়  খ. দুষ্পরিবর্তনীয়

গ. লিখিত    ঘ. অলিখিত

সঠিক উত্তর : গ

১১. কোন দেশটিতে লিখিত সংবিধান প্রচলিত আছে?

ক. বাংলাদেশ খ. ব্রিটেন

গ. জাপান ঘ. নিউজিল্যান্ড

সঠিক উত্তর : ক

১২. কোন ধরনের সংবিধান পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে অক্ষম?

ক. অলিখিত সংবিধান

খ. সুপরিবর্তনীয় সংবিধান

গ. লিখিত সংবিধান

ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধান

সঠিক উত্তর : খ

১৩. লিখিত সংবিধান কীরূপ হয়?

ক. সুস্পষ্ট ও সুনির্দিষ্ট খ. অস্পষ্ট

গ. অনির্দিষ্ট  ঘ. ভিত্তিহীন

সঠিক উত্তর : ক

১৪. ভারতের সংবিধান কোন প্রকৃতির?

ক. লিখিত খ. অলিখিত

গ. সুপরিবর্তনীয় ঘ. দুষ্পরিবর্তনীয়

সঠিক উত্তর : ক

১৫. কোন ধরনের সংবিধান চিরাচরিত অভ্যাস ও আচার অনুষ্ঠানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?

ক. লিখিত সংবিধান

খ. অলিখিত সংবিধান

গ. সুপরিবর্তনীয় সংবিধান

ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধান

সঠিক উত্তর : খ

১৬. আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কোন সংবিধান পরিবর্তন করা যায়?

ক. সুপরিবর্তনীয় খ. দুষ্পরিবর্তনীয়

গ. সুলিখিত ঘ. অলিখিত

সঠিক উত্তর : ক

১৭. সকল পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে বলা হয়েছে কোন সংবিধানে?

ক. সুপরিবর্তনীয়   খ. দুষ্পরিবর্তনীয়

গ. লিখিত ঘ. অলিখিত

সঠিক উত্তর : গ

১৮. সরকারব্যবস্থা অস্থিতিশীল হতে পারে কোন সংবিধানে?

ক. উত্তম খ. লিখিত

গ. সুপরিবর্তনীয় ঘ. দুষ্পরিবর্তনীয়

সঠিক উত্তর : গ

১৯. অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়েছে কোন জাতীয় সংবিধানের মাধ্যমে?

ক. অলিখিত খ. লিখিত

গ. সুপরিবর্তনীয়  ঘ. দুষ্পরিবর্তনীয়

সঠিক উত্তর : খ

২০. কোন সংবিধানের ধারা সহজে সংযোজন, পরিবর্তন বা সংশোধন করা যায়?

ক. সুপরিবর্তনীয়  খ. দুষ্পরিবর্তনীয়

গ. লিখিত ঘ. উত্তম

সঠিক উত্তর : ক

২১. অধিকাংশ বিষয় লিখিত থাকে কোন সংবিধানে?

ক. উত্তম সংবিধানে

খ. প্রথানির্ভর সংবিধানে

গ. অলিখিত সংবিধানে

ঘ. বিশেষ সংবিধানে

সঠিক উত্তর : ক

২২. উত্তম সংবিধান কোন প্রকৃতির হয়?

ক. অসম প্রকৃতির

খ. সুষম প্রকৃতির

গ. অলিখিত প্রকৃতির

ঘ. প্রথানির্ভর

সঠিক উত্তর : খ

২৩. উত্তম সংবিধান কেমন হয়?

ক. অতিরঞ্জিত খ. সংক্ষিপ্ত

গ. অপ্রাসঙ্গিক  ঘ. সুপরিবর্তনীয়

সঠিক উত্তর : খ

২৪. কোন সংবিধান জনকল্যাণকামী?

ক. লিখিত খ. অলিখিত

গ. সুপরিবর্তনীয় ঘ. উত্তম

সঠিক উত্তর : ঘ

২৫. নাগরিকের মৌলিক অধিকারের উল্লেখ থাকে কোন সংবিধানে?

ক. অলিখিত  খ. সুপরিবর্তনীয়

গ. উত্তম সংবিধান  ঘ. দুষ্পরিবর্তনীয়

সঠিক উত্তর : গ

২৬. উত্তম সংবিধান কিসের ভিত্তিতে প্রণীত হয়?

ক. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মতের

খ. জনমতের

গ. সামরিক বাহিনীর ইচ্ছার

ঘ. বিপ্লবের মাধ্যমে

সঠিক উত্তর : খ

২৭. উত্তম সংবিধানে উল্লেখ থাকে কোনটি?

ক. রাষ্ট্র পরিচালনার মূলনীতি

খ. সর্বজনীন ভোটাধিকার

গ. জনগণের চাহিদা

ঘ. বাণিজ্যিক তথ্য

সঠিক উত্তর : ক

২৮. জনগণের নিকট সুস্পষ্ট কোন সংবিধান?

ক. উত্তম খ. দুষ্পরিবর্তনীয়

গ. অলিখিত ঘ. সুপরিবর্তনীয়

সঠিক উত্তর : ক

২৯. লিখিত সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় উপযোগী বলা হয় কেন?

ক. ক্ষমতা বণ্টন করে দেওয়ার জন্য

খ. সহজে পরিবর্তন করা যায় বলে

গ. প্রগতির সহায়ক বলে

ঘ. জরুরি প্রয়োজনে সহায়ক হওয়ার জন্য

সঠিক উত্তর : ক

৩০. কোন বিষয়টি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যে অনুপস্থিত?

ক. সংক্ষিপ্ত খ. পরিবর্তনশীলতা

গ. প্রাসঙ্গিক  ঘ. নমনীয়তা

সঠিক উত্তর : খ

৩১. উত্তম সংবিধানে প্রতিফলিত হয়—

i. জনগণের চাহিদা

ii. আশা-আকাঙ্ক্ষা

iii. সামাজিক রীতিনীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩২. বাংলাদেশ সংবিধানের মূলনীতি হিসেবে সন্নিবেশিত করা হয়েছে—

i. জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রকে

ii. পুঁজিবাদ ও গণতন্ত্রকে

iii. গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৩৩. বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদের প্রথম উত্থাপিত হয় কবে?

ক. ১৭ এপ্রিল, ১৯৭২

খ. ১৯ অক্টোবর, ১৯৭২

গ. ৪ নভেম্বর, ১৯৭২

ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

সঠিক উত্তর : খ

৩৪. বাংলাদেশের সংবিধানের খসড়া প্রথম উত্থাপন করা হয় কোথায়?

ক. সচিবালয়ে  খ. সুপ্রিম কোর্টে

গ. গণপরিষদে  ঘ. জাতীয় সংসদে

সঠিক উত্তর : গ

৩৫. বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?

ক. সংবিধান

খ. তথ্য অধিকার আইন

গ. প্রশাসনিক আইন

ঘ. বেসরকারি আইন

সঠিক উত্তর : খ

৩৬. বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী হয় কত সালে?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে

সঠিক উত্তর : খ

৩৭. বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ‘জরুরি অবস্থা’ ঘোষণার বিধান রাখা হয়?

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. চতুর্থ

সঠিক উত্তর : খ

৩৮. বাংলাদেশ–ভারত সীমান্ত চুক্তি কোন সংশোধনীর মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়?

ক. দ্বিতীয় খ. তৃতীয়

গ. চতুর্থ ঘ. পঞ্চম

সঠিক উত্তর : খ

৩৯. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?

ক. সংবিধান খ. বিচারকের রায়

গ. জনমত ঘ. প্রথা

সঠিক উত্তর : ক

৪০. রাষ্ট্রের চালিকাশক্তি কোনটি?

ক. নিয়মকানুন খ. প্রথা

গ. সংবিধান ঘ. আইন

সঠিক উত্তর : গ

৪১. রাষ্ট্রের দর্পণ কোনটি?

ক. আইন খ. অধ্যাদেশ

গ. সংবিধান ঘ. দলিল

সঠিক উত্তর : গ

৪২. ‘ম্যাগনাকার্টা’ কী?

ক. আইন বই খ. চুক্তিপত্র

গ. অর্থ বিল ঘ. অধিকার সনদ

সঠিক উত্তর : ঘ

৪৩. ইংল্যান্ডে কে ‘ম্যাগনাকার্টা’ নামে অধিকার সনদ দান করেন?

ক. রাজা জন খ. দ্বিতীয় এলিজাবেথ

গ. ভিক্টোরিয়া ঘ. টনি ব্লেয়ার

সঠিক উত্তর : ক

৪৪. কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

ক. ১২১৫ সালে খ. ১২১৩ সালে

গ. ১২১২ সালে ঘ. ১২১১ সালে

সঠিক উত্তর : ক

 

৪৫. যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়েছে কীভাবে?

ক. আলাপ–আলোচনার মাধ্যমে

খ. অনুমোদনের মাধ্যমে

গ. বিপ্লবের মাধ্যমে

ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে

সঠিক উত্তর : ক

৪৬. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?

ক. আইন খ. অধ্যাদেশ

গ. সংবিধান ঘ. দলিল

সঠিক উত্তর : গ

৪৭. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধান কীভাবে প্রণীত হয়?

ক. আলাপ–আলোচনার মাধ্যমে

খ. বিপ্লবের দ্বারা

গ. ক্রমবিবর্তনের মাধ্যমে

ঘ. অনুমোদনের মাধ্যমে

সঠিক উত্তর : ক

৪৮. ‘সংবিধান হলো এমন এক জীবনপদ্ধতি, যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে’— উক্তিটি কার?

ক. জন লক খ. অ্যারিস্টটল

গ. টি এইচ গ্রিন ঘ. জ্যাঁ জ্যাক রুশো

সঠিক উত্তর : খ

৪৯. একটি দেশকে কীভাবে জানা যায়?

ক. সরকারের দ্বারা

খ. জনগণের মনোভাবের দ্বারা

গ. সংবিধান দ্বারা

ঘ. বিচারকার্য দ্বারা

সঠিক উত্তর : গ

৫০. বিশ্বের সব রাষ্ট্রেই কোনটি আছে?

ক. সমাজতন্ত্র খ. একনায়কতন্ত্র

গ. গণতন্ত্র ঘ. সংবিধান

সঠিক উত্তর : ঘ

৫১. সংবিধান কী?

ক. দুটি রাষ্ট্রের সমঝোতা দলিল

খ. বিচার ও শাসন বিভাগের নিয়ম

গ. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল

ঘ. জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা

সঠিক উত্তর : গ

৫২. কোন দেশের সংবিধান বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছে?

ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য

গ. ভারত ঘ. রাশিয়া

সঠিক উত্তর : খ

৫৩. সমাজ সর্বদা কিসের দিকে ধাবিত হয়?

ক. অতীত খ. ধ্বংস

গ. অজানা ঘ. প্রগতি

সঠিক উত্তর : খ

৫৪. উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

ক. গণতন্ত্র খ. ধর্মীয় মূল্যবোধ

গ. সমাজতন্ত্র ঘ. মৌলিক অধিকার

সঠিক উত্তর : ঘ

৫৫. লিখিত সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ?

ক. প্রগতির সহায়ক

খ. জরুরি প্রয়োজনে সহায়ক

গ. সুস্পষ্টতা

ঘ. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপযোগী নয়

সঠিক উত্তর : গ

৫৬. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

ক. ১৪ জন খ. ২৪ জন

গ. ৩৪ জন ঘ. ৪৪ জন

সঠিক উত্তর : গ

৫৭. বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

ক. অলিখিত ও সুপরিবর্তনীয়

খ. অলিখিত ও দুষ্পরিবর্তনীয়

গ. লিখিত ও দুষ্পরিবর্তনীয়

ঘ. লিখিত ও সুপরিবর্তনীয়

সঠিক উত্তর : গ

৫৮. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?

ক. ১৪৫ খ. ১৫০

গ. ১৫৩ ঘ. ১৫৬

সঠিক উত্তর : গ

৫৯. বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

ক. বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত

খ. রীতিনীতির ওপর প্রতিষ্ঠিত

গ. সহজে পরিবর্তনযোগ্য

ঘ. মৌলিক অধিকারের রক্ষক

সঠিক উত্তর : ঘ

৬০. সংবিধান সংশোধিত হয় কেন?

ক. শাসনকার্যের সুবিধার্থে

খ. সংবিধানের ভুলত্রুটি দূর করার জন্য

গ. রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে

ঘ. মৌলিক অধিকার সংরক্ষণের জন্য

সঠিক উত্তর : গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *