HTML-এ ট্যাগ গুরুত্বপূর্ণ, কারণ ওয়েব ব্রাউজার HTML ট্যাগ এর লেখা প্রদর্শন করে। ট্যাগ হলাে কীওয়ার্ড বা জোড়া অ্যাঙ্গেল ব্রাকেটের (< >) মধ্যে লিখতে হয়। ওয়েবপেইজ তথ্য ছক, ইমেজ, লিংক ইত্যাদি উপস্থাপনের জন্য HTML ট্যাগ অপরিহার্য। কেননা ট্যাগ সরাসরি ব্রাউজারে প্রদর্শন করে না। তবে HTML ট্যাগ কন্টেন্ট এর ধরন পরিবর্তন করতে পারে। যে কারণে HTML-এ ট্যাগ গুরুত্বপূর্ণ।