পানি নিকাশ কাকে বলে? জমিতে পানি নিকাশ প্রয়োজন কেন?

ফসলের জমি হতে কৃত্রিম উপায়ে অতিরিক্ত পানি অপসারণ করাকে পানি নিকাশ বলে।

পানি নিকাশের উদ্দেশ্য
পানি নিকাশের উদ্দেশ্য হলো–
i. মাটিতে বায়ু চলাচল বাড়ানো।
ii. গাছের মূলকে কার্যকরী করা।
iii. উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করা।
iv. মাটির তাপমাত্রা সহনশীল মাত্রায় আনা।
v. মাটিতে ‘জো’ আনা।

জমিতে পানি নিকাশ প্রয়োজন কেন?
মাটিতে বায়ু চলাচল বাড়ানো, গাছের মূলকে কার্যকর করা, উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করা, মাটির তাপমাত্রা সহনশীল রাখা এবং মাটিতে জো আনার জন্যই জমিতে পানি নিকাশ করা প্রয়োজন।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “পানি নিকাশ কাকে বলে? জমিতে পানি নিকাশ প্রয়োজন কেন?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts