পাম (Palm) অর্থাৎ হাতের তালুর মধ্যে রেখে কাজ করা যায় এমন সাইজের কম্পিউটারকে পামটপ কম্পিউটার বলা হয়। একে পার্সোনাল ডিজিটাল এ্যাসিস্ট্যান্ট বা PDA বা হ্যান্ড হেল্ড বা পকেট কম্পিউটার নামেও অভিহিত করা হয়। কম্পিউটারের বিভিন্ন আকৃতির মডেলের মধ্যে এ মডেলটি সবচেয়ে ছোট। ক্ষমতার দিক দিয়ে এটি নোটবুক বা ডেস্কটপ কম্পিউটারের তুলনায় অনেক দুর্বল।
বিশেষ কিছু এপ্লিকেশনের কাজ এর দ্বারা করা যেতে পারে। এর মধ্যে স্প্রেডশিটে ছোট আকারে কাজ করা, প্রয়োজনীয় ঠিকানা ও টেলিফোন নম্বর প্রদর্শন, তারিখ ও এজেন্ডা টুকে রাখা প্রভৃতি উল্লেখযোগ্য। কিছু PDA কে বড় কম্পিউটারের সাথে ডেটা আদান প্রদানের জন্য যুক্ত করার ব্যবস্থা সম্পন্ন করে তৈরি করা হয়। কম্পিউটারের এ শাখাটি এখন ক্রমবর্ধমান। PDA এর উন্নয়ন এর সাথে এসেছে ডিজিটাল পেন ও টাচস্ক্রিন সুবিধা যার অর্থ ঔ ডিজিটাল পেন ডিসপ্লেতে ঠেকিয়ে বিভিন্ন নির্দেশ প্রদান করা যাবে। এর সাহায্যে ব্যবহারকারী লেখালেখির কাজও করতে পারেন। ছোট আকৃতির হওয়ায় এতে সাধারণত কোন ডিস্ক ড্রাইভ থাকে না।