পড়াশোনা
1 min read

PAN কি? PAN এর বৈশিষ্ট্য কি কি?

PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network। ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)। যেমন– ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।
তবে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো ব্যক্তিগত নাও হতে পারে। PAN এর ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এ ধরনের নেটওয়ার্ক যেকোনো জায়গায় তৈরি করা যায়। প্যান USB Bus এবং Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে। প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ (Laptop), পিডিএ (PDA), মোবাইল (Mobile), প্রিন্টার (Printer) ইত্যাদি।

PAN এর বৈশিষ্ট্যঃ

  • পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
  • খরচ তুলনামূলক কম।
  • দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
  • এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
  • ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
  • ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা সম্ভব।
3.5/5 - (2 votes)