স্থূলকোণী ত্রিভুজ জানার আগে আমরা জেনে নিবো স্থূলকোণ কাকে বলে?
যে কোণের মান ৯০° এর চেয়ে বড় এবং ১৮০° এর চেয়ে ছোট তাকে স্থূলকোণ বলে।
স্থূলকোণী ত্রিভুজ (Scalene Triangle)
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।
স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য (Properties of Scalene Triangle)
- স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ ৯০° অপেক্ষা বেশি হয় কিন্তু ১৮০° অপেক্ষা কম।
- স্থূলকোণী ত্রিভুজের বাকী কোণ দুটি সূক্ষকোণ।
স্থূলকোণী ত্রিভুজের প্রকারভেদ (Types of Scalene Triangle)
বাহুভেদে স্থূলকোণী ত্রিভুজ দুই ধরণের। যথা–
১. বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ এবং
২. সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ।
১. বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুইটি পরস্পর অসমান সূক্ষকোণ তাকে বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ বলে।
২. সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং অপর দুইটি সূক্ষ্মকোণ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ বলে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “স্থূলকোণী ত্রিভুজ (Scalene Triangle) কাকে বলে? স্থূলকোণী ত্রিভুজ কত প্রকার ও কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।