Similar Posts
বল ও ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা কর।
বল ও ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা কর। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, বল = ভর × ত্বরণ। অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণ বলের সমানুপাতিক। বল বাড়ালে ত্বরণ বাড়বে, বল কমলে ত্বরণ কমবে। বস্তুর উপর প্রযুক্ত বলের মান শূন্য হলে ত্বরণ শূন্য হবে। অর্থাৎ বস্তুটি সমবেগে চলবে বা থেমে যাবে।
দোলন গতি কাকে বলে?
দোলন গতি কাকে বলে? একটি সরু সুতার এক প্রান্তের সাথে একটি ছোট পাথরের টুকরো বেঁধে সুতার অন্য প্রান্ত একটি টেবিলের প্রান্তের সাথে বেঁধে ঝুলিয়ে দিন। এখন পাথরটির এক প্রান্ত সামান্য পরিমাণ টেনে ছেড়ে দিন। পাথরটি দুলতে থাকবে এবং নির্দিষ্ট সময় পর পর পাথরটির গতির কি পরিবর্তিত হবে। পাথরটির এ ধরনের গতি দোলন গতি। ঘড়ির দোলকের…
সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধা না অসুবিধা
সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধা না অসুবিধা সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। কারণ টায়ারের তলা মসৃণ হলে ঘর্ষণ বল অনেক কমে যাবে ফলে একই বল প্রয়োগে বেশি ত্বরণ হলেও সাইকেলের চাকা স্লিপ করতে পারে। ফলে সাইকেল আরোহীর দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
প্রান্তিক বেগ কী?
প্রান্তিক বেগ কী? কোনো সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোনো গোলক ধ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে তবে ঐ বেগই হবে প্রান্তিক বেগ বা অন্ত্যবেগ।
কৌণিক ত্বরণ কাকে বলে?
কৌণিক ত্বরণ কাকে বলে? কৌণিক বেগের পরিবর্তন হলে কৌণিক ত্বরণ হয়। সময়ের সাথে অসম কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক ত্বরণকে α দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক ত্বরণের এককঃ rads-2 কৌণিক ত্বরণের মাত্রাঃ T-2
কচুপাতা পানিতে ভেজে না কেন?
শৈশবে আমরা অনেকবার বৃষ্টি আসার পর বড় বড় কচুপাতা মাথায় নিয়ে ছাতা বানিয়ে দৌড়েছি। কচুপাতা থেকে পানি গড়িয়ে পরতে দেখেছি, কিন্তু ভিজতে দেখিনি। অথবা অনেক সময় নিজেরাই নাছোড়বান্দার মতো পানির পাত্র এনে কচুগাছের মাথায় ঢেলে তাকে গোসল করানোর চেষ্টা করেছি। কিন্তু নাহ! ব্যাটা তো গোসল করেনা। আজীবন শুষ্ক থাকার এই রহস্যটা কী? যেখানে অন্য যেকোনও…