বিভিন্ন কারণে বায়ু দূষিত হয়ে থাকে। তারমধ্যে মোটরগাড়ি, কলকারখানার ধোঁয়া, কীটনাশক, আগাছানাশক, কলকারখানার বর্জ্য, ধূলিকণা প্রভৃতি অন্যতম। এগুলো থেকে বাতাসে সালফার ডাই-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড,কার্বন মনোক্সাইড, সীসা, হাইড্রোকার্বন মিশে বায়ু দূষিত হয়ে থাকে।
নিয়ন্ত্রণের উপায় : বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য মোটরগাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। কলকারখানার ধোঁয়া ও বর্জ্য নির্গত হওয়ার ক্ষেত্রে সরকারিভাবে আইন করে বন্ধ করতে হবে। কীটনাশক ও আগাছানাশকের যথেষ্ট ব্যবহার না করে জৈব প্রযুক্তি ব্যবহারে কৃষকদের অনুপ্রাণিত করতে হবে। সিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করতে হবে।