কোনো বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান সংখ্যক ক্ষুদ্রতর ঘরে বিভক্ত করে সেই ঘরগুলোতে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এমনভাবে বসানো হয় যেন পাশাপাশি, উপর-নিচ অথবা কোনাকুনি সংখ্যাগুলি যোগ করলে যোগফল একই হয়, এরূপ বর্গকে ম্যাজিক বর্গ বলে।
ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য কি?
ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য :
১. প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি, উপর নিচ, কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়।
২. প্রতি ক্রমে নির্দিষ্ট এবং ভিন্ন ম্যাজিক সংখ্যা থাকবে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ম্যাজিক বর্গ কাকে বলে? ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।