ক্লিনোট্যাক্সিস কাকে বলে?
পর পর কয়েকটি উদ্দীপকের তীব্রতা তুলনা করে প্রাণীর অবস্থান পরিবর্তনের যে ধারা নির্ধারিত হয় তাকে ক্লিনোট্যাক্সিস বলে। এক্ষেত্রে প্রাণী তার গ্রাহক অঙ্গ দ্বারা সব দিক থেকে উদ্দীপনা গ্রহণ না করে গ্রাহক অঙ্গ বা অঙ্গসমূহকে এদিকে ওদিকে ঘুরিয়ে দেহের দুই পাশে উদ্দীপনার তুলনা করে থাকে। এ তুলনার মাধ্যমে ক্রমান্বয়ে প্রাণী দিক পরিবর্তনে সমর্থ হয়।