ফ্লু গ্যাস বিভিন্ন গ্যাসের মিশ্রণ যা চুল্লির দহন ও অন্যান্য বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। মূলত চিমনি দিয়ে নির্গত গ্যাস মিশ্রণকে ফ্লু গ্যাস বলা হয়। ফ্লু গ্যাসের মূল উপাদান নাইট্রোজেন যৌগ, কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প ও সালফার ডাই-অক্সাইড।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। ডি.ডি.টি আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ পল হারম্যান মুলার।
প্রশ্ন-২। অ্যামোনিয়া গ্যাসের ধর্ম কি কি?
উত্তরঃ অ্যামোনিয়া গ্যাসের ধর্মগুলো নিচে উল্লেখ করা হলোঃ
- অ্যামোনিয়া একটি ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস।
- অ্যামোনিয়া গ্যাস পানিতে অত্যন্ত দ্রবণীয়।
- অ্যামোনিয়া গ্যাস ক্ষারধর্মী।
- অ্যামোনিয়া গ্যাস দাহ্যও নয় এবং দহনের সহায়কও নয়।
- অ্যামোনিয়া বাতাস অপেক্ষা হালকা।
- অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে।
প্রশ্ন-৩। ভিনাইল ক্লোরাইডের ব্যবহার লেখো।
উত্তরঃ ভিনাইল ক্লোরাইডের ব্যবহার নিচে দেওয়া হলো–
- এটি পলিভিনাইল ক্লোরাইড নামক PVC পলিমার তৈরিতে ব্যবহৃত হয়।
- এটি অ্যারোসল স্প্রে তৈরিতে ব্যবহৃত হয়।
- এটি চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়।
- এটি রেফ্রিজারেশনের কাজে ব্যবহৃত হয়।
- এটি অটোমোবাইল ও গৃহসজ্জার সামগ্রী বার্নিশিং এর কাজে ব্যবহৃত হয়।
প্রশ্ন-৪। বিরল অ্যামিনো এসিড কি?
উত্তরঃ বিরল অ্যামিনো এসিড হলো হাইড্রোক্সিপ্রোলিন।
প্রশ্ন-৫। প্রথম কোন জৈব যৌগ সংশ্লেষিত হয়? এটি কে আবিষ্কার করেন?
উত্তরঃ প্রথম যে জৈব যৌগটি সংশ্লেষিত হয়, তা হল অ্যাসিটিক অ্যাসিড (CH₃COOH)। ১৮৪৫ সালে বিজ্ঞানী কোলবে পরীক্ষাগারে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ঘটিত এই জৈব যৌগটি প্রস্তুত করেন।
প্রশ্ন-৬। আন্তঃআণবিক স্থান কাকে বলে?
উত্তরঃ যে কোন পদার্থের মধ্যে বিদ্যমান কণা বা অণুসমূহের পরস্পরের মধ্যে যে ফাঁকা স্থান থাকে তাকে আন্তঃআণবিক স্থান বলে।
প্রশ্ন-৭। আয়নিক যৌগের বৈশিষ্ট্য কী কী?
উত্তরঃ আয়নিক যৌগের বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলোঃ
- আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি।
- আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত এবং দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে।
- আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়।
- অপোলার দ্রাবকে আয়নিক যৌগ দ্রবীভূত হয় না।
- আয়নিক যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান থাকে।
- ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে আয়নিক যৌগ গঠিত হয়।
- সকল আয়নিক যৌগে প্রতিটি আয়ন তার চতুর্দিকে বিপরীত আধানযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে।
প্রশ্ন-৮। পরমাণু ইলেকট্রন কক্ষপথ কাকে বলে?
উত্তরঃ কোন মৌলের পরমাণুতে ইলেকট্রনসমূহ যে নির্দিষ্ট পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে বলে কল্পনা করা হয়, তাকে পরমাণুর ইলেকট্রন কক্ষপথ বলে।
প্রশ্ন-৯। পারমাণবিক ভর ধারণার প্রবর্তক কে?
উত্তরঃ পারমাণবিক ভর ধারণার প্রবর্তক জন ডাল্টন।