পড়াশোনা
1 min read

সমাপনী কোডন কাকে বলে?

যেসব কোডন প্রােটিন সংশ্লেষণের সময় অ্যামিনাে এসিড তথা পলিপেপটাইড চেইন সংশ্লেষণের বন্ধ করা নির্দেশ বা সংকেত প্রদান করে, তাদেরকে সমাপনী কোডন বলে।

সমাপনী কোডন ৩টি; যথা UAA, UAG এবং UGA। এরা কোন অ্যামিনাে এসিড সংশ্লেষণে সরাসরি কোনাে ভূমিকা পালন করে না, এজন্য একে নন-সেন্স কোডন বলে।

Rate this post