পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকাসহ কয়েকটি স্থানে যে ভয়াবহ গণহত্যা চালায় তারই সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। হানাদার বাহিনী বাঙালি জাতির মনে ভীতি সঞ্চার করার জন্য এমন গণহত্যা চালায়।
মুক্তিযুদ্ধের তাৎপর্য কী? ব্যাখ্যা করো।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা। পাকিস্তানি শোষণ থেকে চূড়ান্ত মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হয় এই মুক্তিযুদ্ধ। নয় মাস যুদ্ধ এবং বহু ত্যাগের বিনিময়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। এ যুদ্ধের ফলে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করেছি। আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখণ্ড ও একটি পতাকা। তাই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের তাৎপর্য অপরিসীম।