Modal Ad Example
পড়াশোনা

নিউরন এবং নেফ্রনের মধ্যে বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।

0 min read

নিউরন এবং নেফ্রনের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য দেখা যায়। নিচে এদের বৈসাদৃশ্যগুলাে তুলে ধরা হলো–

  • নিউরন হলাে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক, অন্যদিকে বৃক্কের গঠন ও কাজের একক হলাে নেফ্রন।
  • স্নায়ুতন্ত্রের অংশ হিসেবে নিউরন দেহের সর্বত্রই বিদ্যমান, কিন্তু নেফ্রন কেবলমাত্র বৃক্কে বিদ্যমান।
  • নিউরন ভ্ৰণীয় এক্টোডার্ম থেকে তৈরি হয় কিন্তু নেফ্রন তৈরি হয় ভ্ৰণীয় মেসােডার্ম থেকে।
  • কোষদেহ ডেনড্রাইট ও অ্যাক্সন সমন্বয়ে নিউরন গঠিত, কিন্তু ম্যালপিজিয়ান বডি, প্রক্সিমাল ও হেনলির লুপ সমন্বয়ে নেফ্রন গঠিত।
  • নিউরন উদ্দীপনা বহনে কাজ করে কিন্ত নেফ্রন রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সূত্র হিসেবে ইউরেটারে প্রেরণে কাজ করে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x