জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির মেধা তালিকার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মনে প্রশ্ন রয়েছে অনার্স ভর্তি প্রক্রিয়া কেমন, ভর্তি হতে কত টাকা লাগতে পারে এবং কি কি কাগজ প্রয়োজন হতে পারে। অনার্স ভর্তি হতে কত টাকা লাগতে পারে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এসব নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর 2021 পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট কলেজে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবে। উক্ত ভর্তি ফরম পূরণ করে পিডিএফ ফরমেটে ডাউনলোড দিয়ে রাখতে হবে এবং প্রিন্ট করে নিতে হবে।
আবেদনকারীকে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। চুড়ান্ত ভর্তির আবেদন ফরমের একটি কপি অধ্যক্ষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ফেরত দিবে।
অনার্স ভর্তির ক্ষেত্রে কত টাকা প্রয়োজন এবং কি কি কাগজপত্র দরকার এসব তথ্য কলেজভেদে ভিন্ন হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ও বেসরকারি শত শত কলেজে অনার্স কোর্স রয়েছে এসব কলেজের ভর্তি ফি এবং ভর্তি পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এসব জানার জন্য আপনাকে কলেজের নোটিশ বোর্ড অথবা কলেজের ওয়েবসাইট চেক করতে হবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব অনার্স ভর্তি হতে যত টাকা এবং যেসব কাগজপত্র লাগতে পারে।
অনার্সের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে কত টাকা লাগতে পারে / অনার্স (চূড়ান্ত) ভর্তি হতে কত ফি লাগবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রেজিস্ট্রেশন ফি মূলত ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা। কিন্তু রেজিষ্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সহ কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন ফি আদায় করে থাকে। ভর্তির জন্য সকল কলেজে একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়ে থাকে। এর মধ্যে বিভাগের সেমিনার ফি, শিক্ষা সফর ফি, বেতন সহ বিভিন্ন ফি আদায় করা হয়।
অনার্স ভর্তির ক্ষেত্রে সরকারি কলেজে ভর্তি ফি তেমন বেশি না হলেও বেসরকারি কলেজে ভর্তি হতে অনেক টাকার প্রয়োজন হয়। অনার্স ভর্তির জন্য সরকারি কলেজে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে থাকে। অন্যদিকে বেসরকারি কলেজে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়ে থাকে। কলেজ ভেদে এর পরিমাণ ভিন্ন হয়ে থাকে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট অথবা নোটিশ বোর্ড দেখতে হবে৷
অনার্স চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে যেসব কাগজপত্র লাগতে পারে
• অনলাইন থেকে মূল আবেদন ফরমের প্রিন্ট কপি।
• প্রাথমিক আবেদন ফরম (আবেদনের সময় কলেজ থেকে যে অংশ দেওয়া হয়েছে)।
• পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি।
• এসএসসি ও এইচএসসি এর মূল সনদপত্র/ প্রশংসা পত্র।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড।
• জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ, নাগরিকত্বের সার্টিফিকেট।
• ভর্তির জন্য পরিমাণ মত টাকা।
বিদ্রঃ কলেজভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
অনার্স ভর্তির ক্ষেত্রে যেসব কাগজপত্র কলেজ নিবে সেগুলো কাগজপত্রের ৩-৪ কপি করে ফটোকপি করে রাখতে হবে৷ কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় বিভিন্ন কাগজপত্রের ফটোকপি জমা নিবে। এছাড়াও ছাত্র-ছাত্রীকে ভর্তির সময় এইচএসসি পাসের মূল নম্বরপত্র ও এইচএসসি পাশের মূল নম্বরপত্র অবশ্যই জমা দিতে হবে।
অনার্স ভর্তির মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা বিষয় পরিবর্তন করতে চাইলে ভর্তির ফরম অনলাইন থেকে ওঠানাের সময় বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে (Yes) আর ইচ্ছুক না হলে (No) করতে হবে। কলেজের আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধার ভিত্তিতে পছন্দের উর্দ্বক্রম অনুসারে বিষয় পরিবর্তনের ফলাফল ওয়েব সাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে ওয়েব সাইট হতে সেই একই প্রক্রিয়ায় বিষয় পরিবর্তনের ফরম সংগ্রহ করে নির্ধারিত তারিখের মধ্যে কলেজে পরিবর্তিত বিষয়ে ভর্তি হতে হবে। এক্ষেত্রে নতুন করে কোন ভর্তি ফি দিতে হবেনা৷