পড়াশোনা
1 min read

ফ্লোয়েম টিস্যু কাকে বলে? ফ্লোয়েম টিস্যুর গঠন ও কাজ।

যে টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় তাকে ফ্লোয়েম টিস্যু বলে। ফ্লোয়েম একটি সজিব টিস্যু।

ফ্লোয়েম টিস্যুর গঠন : সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এ চার প্রকার কোষ নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত।
ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য :
i. ফ্লোয়েম হল সজীব টিস্যু।
ii. এ টিস্যুর কোষগুলো ভিন্ন আকৃতির ও ভিন্ন গঠনযুক্ত হয়েও নির্দিষ্ট কাজে লিপ্ত থাকে।
iii. সীভপ্লেট বিদ্যমান।
ফ্লোয়েম টিস্যুর কাজ :
  1. পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করা এদের প্রধান কাজ।
  2. এরা খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহনে সহায়তা করে।
  3. ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা ও মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে-নিচে পরিবাহিত হয়।
1.4/5 - (9 votes)