পড়াশোনা
1 min read

রজঃচক্র কাকে বলে?

বয়োপ্রাপ্ত নারীর সমগ্র যৌন জীবনে প্রায় নিয়মিত, গড়ে ২৮ দিন (২৪–৩২ দিন) পরপর জরায়ু থেকে রক্ত, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ ও ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণুর চক্রীয় নিষ্কাশনকে রজঃচক্র বলে।

গোনাডোট্রফিক হরমোন (GTH) এর প্রভাবে ১২–১৫ বয়সে এ চক্রের সূত্রপাত ঘটে এবং ৪৫–৫০ বছর পর্যন্ত অব্যাহত থাকে।

5/5 - (1 vote)