চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু কাকে বলে?

চোখের নিকট বিন্দু : স্বাভাবিক চোখ যে নিকটতম বিন্দু পর্যন্ত বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়, তাকে চোখের নিকট বিন্দু বলে। সাধারণত স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ থেকে 25 cm দূরে অবস্থিত।

চোখের দূর বিন্দু : সবচেয়ে দূরে অবস্থিত যে বিন্দু পর্যন্ত স্বাভাবিক চোখ স্পষ্ট দেখতে পায়, তাকে চোখের দূর বিন্দু বলে। স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত।

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts