ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কাকে বলে? ব্যাখ্যা করো।
মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে।
কারণ, এ ধরনের হৃৎপিণ্ডে সর্বদা CO2 যুক্ত রক্ত প্রবাহমান থাকে। O2 যুক্ত রক্ত কখনও হৃৎপিণ্ডে আসে না। অধিকাংশ মাছে সংবহনের সময়ে O2 বিহীন রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং পরিশোধিত হওয়ার জন্য ফুলকায় যায়। সেখানে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় ঘটিয়ে রক্ত O2 যুক্ত হয়ে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। দেহের বিভিন্ন অংশ থেকে সম্মুখ ও পশ্চাৎ কার্ডিয়াল শিরাতন্ত্রের মাধ্যমে O2 বিহীন রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এজন্য মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলে।