লোড শেডিং কাকে বলে? নিউটনের গতির ১ম সূত্রকে জড়তার সূত্রও বলা হয় কেন?

admin
1 Min Read

লোড-শেডিং হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ শক্তির সরবরাহে ঘাটতি বা বিঘ্ন ঘটা। কোনো নির্দিষ্ট এলাকার বিদ্যুতেরে চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভবপর হয়ে উঠে না। তখন বাধ্য হয়ে উপকেন্দ্র কর্তৃপক্ষ বিতরণ ব্যবস্থার নির্দিষ্ট কিছু এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেয়। একে লোড শেডিং বলে।

নিউটনের গতির ১ম সূত্রকে জড়তার সূত্রও বলা হয় কেন?

নিউটনের গতির ১ম সূত্র হলো– “বাইরে থেকে কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় বা সরল পথে চলতে থাকে।” সকল বস্তুতেই এরূপ প্রবণতা রয়েছে। এ প্রবণতা বা বৈশিষ্ট্যকে জড়তা বলে। নিউটনের গতির ১ম সূত্র হতে জড়তার ধারণা পাওয়া যায় বলে এ সূত্রটিকে জড়তার সূত্রও বলে।

Share this Article
Leave a comment
x