জিনোটাইপ কাকে বলে? অ্যালিল বা অ্যালিলোমরফ বলতে কী বোঝায়?
কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে।
একটি জীবের জিনোটাইপ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকে জানা যায়। সদৃশ জিনোটাইপধারী জীবেরা যদি একই পরিবেশে বাস করে তাহলে ওদের ফিনোটাইপও সদৃশ হবে। একটি লম্বা গাছের জিনোটাইপ হতে পারে TT বা Tt আর খাটো গাছের জিনোটাইপ হবে tt।
অ্যালিল বা অ্যালিলোমরফ বলতে কী বোঝায়?
অ্যালিলোমরফ এর সংক্ষিপ্ত রূপ হলো অ্যালিল। সমসংস্থ (homologous) ক্রোমোসোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। অ্যালিল দুটি একই ধর্মী (যেমন– TT) বা একে অপরের বিপরীতধর্মী (যেমন– Tt) হতে পারে। যখন দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে তখন সাধারণত একটি (প্রকট অ্যালিল অর্থাৎ T) অপরটি (প্রচ্ছন্ন অ্যালিল অর্থাৎ t) বৈশিষ্ট্যের প্রকাশ রোধ করে রাখে।