পড়াশোনা
1 min read

‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী?

‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ – চিহ্ন বা স্মারক

 

‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কি?

ক) চিহ্ন বা স্মারক খ) যোগাযোগ

গ) সংযোগ ঘ) বিনিময়

সঠিক উত্তর : ক) চিহ্ন বা স্মারক

এ সম্পর্কিত আরও বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। ব্যবহারিক অর্থে পত্র কী?

ক) চিহ্ন বা স্মারক

খ) লিখিত বিবরণ

গ) যোগাযোগ

ঘ) মাধ্যম বা বিনিময়

সঠিক উত্তর : খ) লিখিত বিবরণ

 

২। ‘পত্র’ শব্দের অর্থ নয় কোনটি?

ক) পাতা

খ) স্মারক

গ) চিহ্ন

ঘ) দিঠি

সঠিক উত্তর : ঘ) দিঠি

 

৩। ‘চিঠি’ – শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) হিন্দি

খ) ফারসি

গ) তৎসম

ঘ) গুজরাটি

সঠিক উত্তর : ক) হিন্দি

 

৪। কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন?

ক) বেতার

খ) পত্র

গ) টেলিগ্রাম

ঘ) টেলিফোন

সঠিক উত্তর : খ) পত্র

 

৫। কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে সহজ হয়েছে?

ক) ভাষা

খ) ই-মেইল

গ) ফ্যাক্স

ঘ) মোবাইল ফোন

সঠিক উত্তর : ঘ) মোবাইল ফোন

 

৬। সাধারণভাবে পত্র বলতে আমরা কী বুঝি?

ক) ব্যক্তিগত খবরাখবর ও বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত কার্যবিবরণী

খ) বিনিময়

গ) সংবাদ

ঘ) কাগজের পৃষ্ঠা

সঠিক উত্তর : ক) ব্যক্তিগত খবরাখবর ও বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত কার্যবিবরণী

 

৭। পত্র প্রধানত কয় প্রকার?

অথবা, পত্র মূলত কত প্রকার?

ক) তিন প্রকার

খ) চার প্রকার

গ) দুই প্রকার

ঘ) পাঁচ প্রকার

সঠিক উত্তর : গ) দুই প্রকার

 

৮। পত্রের আসল বা মূল অংশ নিচের কোনটি?

অথবা, পত্রের কোন অংশকে মূল অংশ বলা হয়?

অথবা, পত্রের মূল বিষয় অংশকে কী বলে?

ক) গর্ভাশয়/পত্রগর্ভ

খ) সম্ভাষণ

গ) ঠিকানা

ঘ) শিরোনাম

সঠিক উত্তর : ক) গর্ভাশয়/পত্রগর্ভ

Rate this post