যখন কোন অসমবর্তিত আলাে পর পর দুটি সমবর্তকের (একটি সমবর্তক ও অপরটি বিশেষক) মধ্য দিয়ে গমন করে তখন নির্গত আলাের তীব্রতা সমবর্তকদ্বয়ের নিঃসরণ তলের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। ম্যালাস এর তীব্রতা সংক্রান্ত একটি সূত্র প্রদান করেন। সূত্রটি ম্যালাসের সূত্র নামে পরিচিত।
সূত্রটি হলাে, “সমবর্তিত আলাে বিশেষকের মধ্য দিয়ে গমনের ফলে এর তীব্রতা সমবর্তক ও বিশেষকের নিঃসরণ তলের মধ্যবর্তী কোণের cosine-এর সমানুপাতিক”।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ম্যালাসের সূত্র কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।