Modal Ad Example
পড়াশোনা

স্টার টপােলজি (Star Topology) কাকে বলে? স্টার টপােলজির সুবিধা কি?

1 min read
যে টপােলজিতে একটি কেন্দ্রিয় নিয়ন্ত্রণকারি ডিভাইসের সাথে সবগুলাে কম্পিউটার যুক্ত থাকে তাকে স্টার টপােলজি (Star Topology) বলে।

স্টার টপােলজির সুবিধা
স্টার টপােলজির সুবিধা নিম্নরূপঃ

  •  খুব সহজেই নেটওয়ার্কে অধিকসংখ্যক কম্পিউটার যােগ করা বা বাদ দেয়া যেতে পারে।
  •  ট্রাবলস্যুট করা সহজ।
  •  নেটওয়ার্কের কোনাে একটি কম্পিউটার বিকল হয়ে গেলে তা নেটওয়ার্কের উপর কোনাে প্রভাব ফেলে না।

 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x