প্যাকেট সুইচিং কি? What is Packet switching in Bangla?
প্যাকেট সুইচিং মেসেজ সুইচিংয়ের একটি পরিবর্তিত রূপ, যেখানে সকল মেসেজকে ছোট ছোট প্যাকেটে ভাগ করা হয় এবং উৎস ও গন্তব্যস্থলের অবস্থান উল্লেখ করে নেটওয়ার্কে ছেড়ে দেয়া হয়। প্যাকেটগুলো ছোট আকৃতির হওয়ার কারণে এদের সংরক্ষণ করতে এক্সচেঞ্জে বেশি জায়গা লাগে না এবং সার্কিট দিয়ে দ্রুত পরিবহন করা যায়।