পড়াশোনা
0 min read

প্যাকেট সুইচিং কি? What is Packet switching in Bangla?

প্যাকেট সুইচিং মেসেজ সুইচিংয়ের একটি পরিবর্তিত রূপ, যেখানে সকল মেসেজকে ছোট ছোট প্যাকেটে ভাগ করা হয় এবং উৎস ও গন্তব্যস্থলের অবস্থান উল্লেখ করে নেটওয়ার্কে ছেড়ে দেয়া হয়। প্যাকেটগুলো ছোট আকৃতির হওয়ার কারণে এদের সংরক্ষণ করতে এক্সচেঞ্জে বেশি জায়গা লাগে না এবং সার্কিট দিয়ে দ্রুত পরিবহন করা যায়।

Rate this post