দ্বিতীয় অধ্যায় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ (অষ্টম শ্রেণি)

প্রশ্ন-১। ন্যাপ (NAP) এর পূর্ণরূপ কী?

উত্তর : ন্যাপ (NAP) এর পূর্ণরূপ হলো– ন্যাশনাল আওয়ামী পার্টি।

প্রশ্ন-২। বাংলাদেশের গণহত্যা ও বর্বরতার খবর বহির্বিশ্বে প্রথম ছড়িয়ে দেয় কারা?

উত্তর : বিদেশি সাংবাদিকরা বাংলাদেশে পরিচালিত গণহত্যা ও বর্বরতার খবর বহির্বিশ্বে প্রথম ছড়িয়ে দেয়।

প্রশ্ন-৩। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত।

প্রশ্ন-৪। মুজিব নগর সরকার গঠিত হয় কত তারিখে?

উত্তর : মুজিব নগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।

প্রশ্ন-৫। প্রথম বাংলাদেশ মিশন স্থাপন করা হয় কোথায়?

উত্তর : কলকাতায় প্রথম বাংলাদেশ মিশন স্থাপন করা হয়।

প্রশ্ন-৬। মিত্রবাহিনী কাকে বলে?

উত্তর : মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলে।

প্রশ্ন-৭। ৭ই মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে বলে এ ভাষণটিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।

রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালিকে ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এ ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এ ভাষণ এক অনন্য দৃষ্টান্ত। এ ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এ কারণেই ৭ই মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয়