Must and Have to এর ব্যবহার!

Must এর ব্যবহার

1. নিশ্চয়তা প্রকাশ করতে must এর ব্যবহার হয়ে থাকে ।

যেমন-

  • Shopon must know about the matter.
  • Shajib  must know the man.
  • Shorab must follow tareq.

 2. কোন কাজ অবশ্য করণীয় বুঝাতে must ব্যবহার হয়ে থাকে । বাধ্যবাধকতা বুঝাতেও must এর ব্যবহার হয়ে থাকে।

যেমন-

  • You must do this.
  • I must go home.
  • She must study a lot.
  • You must complete your lessons within two hours.

Note- Sentence টি negative (নাবোধক)  হলে must এর পরে not বসে বা সংক্ষেপে mustn’t  হয়।

যেমন-

  • You must not do this.
  • You mustn’t smoke here.
  • You mustn’t follow him.

3. সম্ভাবনা বুঝাতে must এর ব্যবহার হয়ে থাকে । 

যেমন-

  • she must be sick. 
  • You must be happy.
  • Tania must be tired.
  • Sajeda must be unhappy.
  • you must be glad.

Have to এর ব্যবহার

1. কোন কাজের বাধ্যবাধকতা বুঝাতে have to এর ব্যবহার হয়ে থাকে ।

যেমন-

  • I have to go there.
  • you have to read the article.
  • You have to write a letter.
  • I have to reach at office in time.
  • She has to obey the law.
  • You have to help her.

Note- Subject 3rd Person Singular Number হলে has to হবে  তবে এক্ষেত্রে মূল Verb এর শেষে s বা es যোগ হবেনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *