অন্তঃকঙ্কাল কি? হার্ট অ্যাটাক ও স্ট্রোক-এর মধ্যে পার্থক্য কি?
অন্তঃকঙ্কাল কি?
অন্তঃকঙ্কাল হলো প্রাণীদেহের অভ্যন্তরীণ গঠন সহায়ক কাঠামো, যা অস্তি কলা দ্বারা গঠিত। অস্থিবিন্যাস হিসেবে মানুষের অন্তঃকঙ্কালকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা- করোটি, মেরুদণ্ড, উর্ধ্বাঙ্গ, নিম্নাঙ্গ।
হার্ট অ্যাটাক ও স্ট্রোক-এর মধ্যে পার্থক্য কি?
হার্ট অ্যাটাক হৃৎপিন্ডের একটি রোগ। হৃৎপিন্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহ করে করোনারি ধমনি। কোন কারণে এ করোনারি ধমনি বন্ধ হয়ে গেলে হৃৎপিন্ডে রক্ত ও অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে যে রোগের সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে।
অপরদিকে, স্ট্রোক হচ্ছে একটি মস্তিষ্কের রোগ। কোন কারণে যদি মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে অতিরিক্ত রক্ত জমা হয় বা মস্তিষ্কের রক্তপ্রবাহে বাধা পায়, সেই অবস্থাকে স্ট্রোক বলে।