পড়াশোনা

ভেক্টর কি? What is Vector ?

1 min read

ভেক্টর কি? (What is Vector in Bengali/Bangla?)

ভেক্টর হচ্ছে এক ধরনের রাশি, যার মান ও দিক উভয়ই আছে। অর্থাৎ যে সকল রাশির মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর (Vector) বলে। সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন ইত্যাদি প্রত্যকটি ভেক্টর।

ইংরেজি VECTOR শব্দটি এসেছে ল্যাটিন ‘Vehere’ শব্দ থেকে যার অর্থ ‘বহন করা’। যেমন বল একটি ভেক্টর রাশি যা বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থান বহন করে- এ অর্থেই ভেক্টর শব্দের উৎপত্তি ও প্রয়োগ ।

ভেক্টর প্রকাশ (Vector Representation) ভেক্টর রাশিকে দুই ভাবে প্রকাশ করা যায় :
১। জ্যামিতিকভাবে বা রেখাচিত্রের দ্বারা
২। প্রতীক বা চিহ্নের দ্বারা

জ্যামিতিকভাবে কোন ভেক্টরকে তীর চিহ্নিত সসীম সরলরেখা দ্বারা নির্দেশ করা হয়। রেখাটির দৈর্ঘ্য ভেক্টরের মান এবং তীর চিহ্নিত দিক ভেক্টরের দিক নির্দেশ করে।

কতিপয় বিশেষ ভেক্টর (Some Special Vectors)

১। একক ভেক্টর (Unit Vector) : একক মানের কোন ভেক্টরকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়।

২। সমান ভেক্টর (Equal Vectors) : দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment