তাজবিদ কাকে বলে?

admin
1 Min Read

আল-কুরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাজবিদ বলে।

তাজবিদ তথা সহিহ শুদ্ধভাবে কুরআন পাঠ করা ওয়াজিব। এটি সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। তাজবিদ অনুযায়ী কুরআন না পড়লে পাঠকারী গুনাহগার হবে এবং নামায শুদ্ধ হবে না, অন্যদিকে সহিহ শুদ্ধভাবে কুরআন পড়লে বান্দা প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হয় এবং কিয়ামতের দিন এটি বান্দার জন্য সুপারিশ করবে। তাই তাজবিদ অনুযায়ী কুরআন পাঠ করা অত্যাবশ্যক।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। শুদ্ধভাবে কুরআন পাঠের রীতিকে কী বলে?
ক) তিলাওয়াত
খ) তাজবিদ
গ) মাখরাজ
ঘ) তানবিন
সঠিক উত্তর : খ) তাজবিদ

২। তাজবিদ অনুযায়ী কুরআন তিলাওয়াত করার বিধান কী?
ক) ফরজ
খ) ওয়াজিব
গ) সুন্নাত
ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর : খ) ওয়াজিব

৩। তাজবিদের জ্ঞান অর্জন জরুরি কেন?
ক) সুললিত কণ্ঠে কুরআন পাঠের জন্য
খ) কুরআনের অর্থ বোঝার জন্য
গ) বিশুদ্ধভাবে কুরআন পাঠের জন্য
ঘ) কুরআন পাঠে অধিক সওয়াবের জন্য
সঠিক উত্তর : গ) বিশুদ্ধভাবে কুরআন পাঠের জন্য

Share this Article
Leave a comment
x