পড়াশোনা
1 min read

সিমবায়োন্ট কাকে বলে? কীটতত্ত্ব জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত?

সিমবায়োন্ট কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণিদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে সহ-অবস্থান নামে আখ্যায়িত করা যায়। আর সম্পর্কযুক্ত জীবগুলিকে সহবাসকারী বা সিমবায়োন্ট বলে।

কীটতত্ত্ব জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত?
উত্তরঃ কীটতত্ত্ব জীববিজ্ঞানের ফলিত শাখার অন্তর্ভুক্ত। কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। কাজেই জীবের প্রয়োগিত বিষয় আলোচিত হওয়ায় এটি ফলিত জীববিজ্ঞানের আওতাভুক্ত।

Rate this post