ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার হলো এক ধরনের হাইলেভেল কম্পিউটার প্রোগ্রাম যা কোন হার্ডওয়্যার ডিভাইসের সাথে উভমুখী যোগাযোগের মাধ্যমে তাকে পরিচালনা করে এবং তার সামর্থ্যকে কাজে লাগায়। উদাহরণস্বরূপ- বাজার থেকে নতুন কেনার কোন প্রিন্টার কম্পিউটারে লাগিয়ে প্রিন্ট করতে হলে ঐ প্রিন্টারের ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার ইন্সটল করতে হবে।
মাল্টি মিডিয়া কার্ড বলতে কী বোঝায়?
মাল্টি মিডিয়া কার্ড বলতে এক ধরনের মেমোরি কার্ডকে বোঝায়, যেটি সংক্ষেপে এমএমসি (MMC) নামে পরিচিত। এর সাইজ ছোট হওয়ায় মোবাইলে বেশি ব্যবহার হয়। এটি প্রায় মোবাইলের সিম এর সমান। ৪ মেগাবাইট থেকে ১২৮ মেগাবাইট বা তারও বেশি ধারন ক্ষমতা হয়ে থাকে। এমএমসি ব্যবহার করা হয় নোকিয়া N70 ইত্যাদি মোবাইলে। বর্তমানে এখন SD কার্ড ব্যবহার করায় MMC আর ব্যবহার করা হয় না। বাংলায় বলতে গেলে মেমোরি কার্ড এর অপর নাম MMC।