Modal Ad Example
General Knowledge

সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন জুন ২০২২

1 min read

● সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন (পর্ব-১)
⇨ সূত্রঃ জুন মাসের সাম্প্রতিক

➢ বাংলাদেশ
১. ৯ জুন ২০২২ কোন বাংলাদেশী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন?
→ রাবাব ফাতিমা।
২. ১৫-২১জুন কততম জনশুমারি ও গৃহণনা অনুষ্ঠিত হয়েছিল?
→ ষষ্ঠ।
৩. বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি?
→ আব্দুর রউফ তালুকদার।
৪. বাংলাদেশের প্রথম নারী অর্থসচিবের নাম কি?
→ ফাতিমা ইয়াসমিন।
৫. বাংলাদেশেরর প্রথম নারী সচিবের নাম কি?
→ খোদেজা আজম।

➢ শিক্ষা
৬. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
→ ৫২টি (৫২তম – সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
৭. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
→ অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ।
৮. বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি?
→ ১২টি (১২তম – সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

➢ জাতীয় বাজেট ২০২২-২০২৩
৯. অন্তর্বর্তীকালীন বাদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট কততম?
→ ৫১তম।
১০. জাতীয় বাজেটের পরিমাণ কত?
→ ৬,৭৮,০৬৪ কোটি টাকা।
১১. সাধারণ করমুক্ত আয়সীমা কত?
→ ৩ লাখ।

➢ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২
১২. জনসংখ্যা কত?
→ ১৬.৯১ কোটি।
১৩. জনসংখ্যা বৃদ্ধির হার কত?
→ ১.৩৭%।
১৪. জনসংখ্যারর ঘনত্ব / প্রতি বর্গ কিমি কত?
→ ১,১৪০ জন।
১৫. প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
→ ৭২.৮।
১৬. দারিদ্র্যের হার কত? মুজাহিদ
→ ২০.৫%।
১৭. চরম দারিদ্র্যের হার কত?
→ ১০.৫%।
১৮. মাথাপিছু আয় কত?
→ ২,৮২৪ মা.ড.।
১৯. মাথাপিছু GDP কত?
→ ২,৭২৩ মা.ড.।
২০. সাক্ষরতার (৭+) হার কত?
→ ৭৫.২%।

➢ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১
২১. ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ ময়মনসিংহ।
২২. চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ মৌলভীবাজার।
২৩. পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ ফরিদপুর।
২৪. গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ ঠাকুরগাঁও।
২৫. আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ রাজশাহী।
২৬. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ পাবনা।
২৭. কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ গাজীপুর।
২৮. তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ ঝিনাইদহ।
২৯. তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ কুষ্টিয়া।

 

● সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন(পর্ব-২)
⇨ সূত্রঃ জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

১. COP-27 অনুষ্ঠিত হবে- মিশর (২০২২)।

২. COP-28 অনুষ্ঠিত হবে- সংযুক্ত আরব আমিরাত (২০২৩)।

৩. ২২তম ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে- ২১ নভেম্বর থেকে
১৮ ডিসেম্বর, ২০২২।
৪. ২০২১ সালে মাথাপিছু আয়- ২৫৯১ মার্কিন ডলার এবং GDP প্রবৃদ্ধি-
৬.৯৪%।

৬. দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক (চালু ১২ জানুয়ারি
২০২২)।
৭.পদ্মা ব্রীজ চালু করা হয়েছে ২৫ জুন ২০২২.
✍️৬টি বিষয়ের সময়কাল
👉 সবর্ণজয়ন্তীর সময়কাল ছিল
২৬ মার্চ ২০২১–৩১ মার্চ ২০২২
মুজিববর্ষের সময়কাল ছিল
👉 ১৭ মার্চ ২০২০—৩১ মার্চ ২০২২
👉 আদিবাসী বর্ষের সময়কাল
২০২২–২০৩২
👉 MDG সময়কাল ছিল
২০০০–২০১৫

👉 SDG এর সময়কাল
২০১৬—২০৩০
👉 ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল
২০২১—২০২৫
এখন পর্যন্ত আপডেট তথ্য :
সংস্থার নাম – সদস্য দেশ
👉 European Union, EU- ২৭ টি
👉 OPEC – ১৩টি, প্রতিষ্ঠা : ১৯৬০ সালে
👉 NATO – ৩০টি (প্রতিষ্ঠা: ১৯৪৯, সর্বশেষ সদস্য : উত্তর মেসিডোনিয়া)
[সদস্য হওয়ার জন্য সম্প্রতি আবেদন করেছে ফিনল্যান্ড এবং সুইডেন]

👉 IMF – ১৯০টি
[ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে 1944 সালে গঠিত হয় এবং কার্যক্রম শুরু করে 1945 সালে]
✅ OIC – ৫৭ টি, প্রতিষ্ঠা-১৯৬৯
✅ ILO – ১৮৭ টি
✅ WTO – ১৬৪টি
✅ Commonwealth of Nations – ৫৪টি
✅ IDA – ১৭৪ টি
✅ APEC – ২১ টি
✅ ASEAN – ১০টি
✅ NAM – ১২০টি

✅ বিসিএস ক্যাডার – ২৬ টি
👉 বর্তমানে নদীবন্দর -৩৭টি(সর্বশেষ-
গাজীপুর নদীবন্দর)
👉 বর্তমানে স্থলবন্দর -২৫টি(সর্বশেষ -মেহেরপুর)
👉 সমুদ্রবন্দর-৩টি(৪নং-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণাধীন)
👉 বর্তমানে থানা -৬৫২টি
👉 উপজেলা -৪৯৫টি
👉 পৌরসভা-৩৩০
👉 সিটি করপোরেশন -১২টি

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x