লেন্স কাকে বলে?
লেন্স কাকে বলে?
- অন্তত একটি বক্রতলেসহ দুটি তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
- দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
চিত্র : লেন্স |
চিত্র : লেন্স |
সমতলীয় ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে।
তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে এলে তাপ হারাবে না গ্রহণ করবে। তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে কোনো বস্তু কতটা গরম (উষ্ণ) বা ঠান্ডা (শীতল), তার পরিমাপ এবং তাপশক্তি পরিবহণ দ্বারা সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয়। উষ্ণতা কোনো বস্তুর মোট তাপের পরিমাপ…
অনুচুম্বক কেন সৃষ্টি হয়? অণুচুম্বক সৃষ্টি হয় ইলেকট্রনের কক্ষীয় গতি ও ঘূর্ণন গতির কারণে।
পূর্ণ নমনীয় বস্তু কাকে বলে? কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃত করলে যদি বল অপসারণের পর বস্তুটি ঐ বিৃকত অবস্থা পুরোপুরি বজায় রাখে তাহলে বস্তুটিকে পূর্ণ নমনীয় বস্তু বলে। কোনো বস্তুই সম্পূর্ণ নমনীয় নয়। আটার দলা, মাটির দলা, প্লাস্টিক ইত্যাদিকে নমনীয় বস্তু হিসেবে ধরা হয়। নমনীয় বস্তুকে অস্থিতিস্থাপক বস্তুও বলা হয়। …
পড়ন্ত বস্তুর ২য় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় (t) প্রাপ্ত বেগ (v) ঐ সময়ের সমানুপাতিক অর্থাৎ v∞t
মহাবিস্ফোরণ তত্ত্ব কী? বিজ্ঞানীরা আন্দাজ করেন যে, আজ হতে ১৫শত কোটি বছর আগে মহাবিশ্বের সকল ভর পুঞ্জীভূত ছিল। ঐ সময় এক মহাবিস্ফোণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। এ তত্ত্বকে মহাবিস্ফোরণ তত্ত্ব বলে।