পড়াশোনা

ষষ্ঠ অধ্যায় : মাদকাসক্তি ও এইডস, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

1 min read

প্রশ্ন-১। AIDS-এর পূর্ণরূপ কি?
উত্তরঃ AIDS-এর পূর্ণরূপ হচ্ছে Acquired Immune Deficiency Syndrome.

প্রশ্ন-২। সর্বপ্রথম এইডস কত সালে শনাক্ত হয়?
উত্তরঃ ১৯৮১ সালে।

প্রশ্ন-৩। মাদক কি? মাদকাসক্তিজনিত শারীরিক সমস্যাগুলো কি কি?
উত্তরঃ মাদক একটি ক্ষতিকর পদার্থ। মাদকাসক্তিজনিত শারীরিক সমস্যাগুলো হলো– শ্বাসনালি, হৃদযন্ত্রের ক্ষতি, কাজ করার ক্ষমতা কমে যাওয়া, রক্ত দূষণ, অনিদ্রা, খাবারে অরুচি, পেট ব্যথা, এইডস, হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কা ইত্যাদি।

প্রশ্ন-৪। মাদকাসক্তি কাকে বলে?
উত্তরঃ মাদকের ওপর ব্যক্তির নির্ভরশীলতাকে মাদকাসক্তি বলে।

প্রশ্ন-৫। মাদকদ্রব্য কাকে বলে?
উত্তরঃ যেসব দ্রব্য সেবন বা পান করলে তীব্র নেশার সৃষ্টি হয় তাকে মাদকদ্রব্য বলে।

প্রশ্ন-৬। এইডস এর সুপ্তাবস্থার সময়কাল কত?
উত্তরঃ ৫-১০ বছর।

প্রশ্ন-৭। এইচআইভি ছড়ায় না কোন মাধ্যমে?
উত্তরঃ পানি।

প্রশ্ন-৮। তামাক পাতা দিয়ে কী তৈরি হয়?
উত্তরঃ চুরুট।

প্রশ্ন-৯। মাদকাসক্তির বিরুদ্ধে কোন ব্যবস্থাটি সবচেয়ে ভালো?
উত্তরঃ নিয়ন্ত্রণমূলক।

প্রশ্ন-১০। এইডস হলে ঘন ঘন জ্বরভাব দেখা যায় কেন?
উত্তরঃ এইডস হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়। ফলে দেহ রোগ প্রতিরোধ করতে পারে না। যার ফলে ঘন ঘন জ্বরভাব দেখা যায়।

প্রশ্ন-১১। এইডস রোগের লক্ষণ কি?
উত্তরঃ এইডস রোগের লক্ষণ হল শরীরের ওজন হ্রাস পাওয়া, শরীরে অসহ্য ব্যথা হওয়া, শুকনা কাশি হওয়া, শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া ইত্যাদি।

প্রশ্ন-১২। এইডস রোগের উপায় কি?
উত্তরঃ এইডস রোগের উপায় হলো নারী পুরুষের অবাধ ও অবৈধ মেলামেশা বন্ধ করা, ব্লাড ব্যাংকের HIV পরীক্ষা করা, একটি সুঁই দিয়ে একাধিক ব্যক্তিকে ইনজেকশন না দেওয়া, গণসচেতনতা।

প্রশ্ন-১৩। এইডস রোগের কারণ কি?
উত্তরঃ এইডস রোগের কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা, একই ইনজেকশনের সুঁই অন্য লোক ব্যবহার করা, এইডস আক্রান্ত বাবা মা হতে সন্তানের দেহে সংক্রমিত হওয়া। এছাড়া রোগাক্রান্ত মায়ের বুকের দুধ পান করলেও শিশুর দেহে এই রোগ সংক্রমিত হতে পারে।

ট্রপিজম কি?
উত্তরঃ ট্রপিজম হলো নিম্নশ্রেণির প্রাণী এবং উদ্ভিদের সরলতম অভিযোজনমূলক প্যাটার্ন প্রক্রিয়া।

প্রশ্ন-১৪। অটিজম কি? (What Is Autism?)
উত্তরঃ অটিজম শিশুর একটি বিকাশগত সমস্যা। এটি কোনো রোগ নয়। সকলের প্রচেষ্টার মাধ্যমে অটিজম মোকাবেলা করা সম্ভব।

প্রশ্ন-১৫। অটিজমের ৩টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তরঃ অটিজমের ৩টি বৈশিষ্ট্য হলো-

  • সামাজিক মেলামেশা।
  • যোগাযোগের সমস্যা এবং
  • পুনরাবৃত্তিমূলক আচরণ।

প্রশ্ন-১৬। জর্দাকে মাদকদ্রব্য বলা হয় কেন?
উত্তরঃ যেসব দ্রব্য সেবন করলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার ওপর ক্ষতিকর প্রভাব পড়ে এবং সেগুলোর প্রতি সেবনকারীর প্রবল আসক্তি জন্মে সেসব দ্রব্যকে মাদকদ্রব্য বলে। জর্দা এ ধরনের একটি দ্রব্য৷ তাই জর্দাকে মাদকদ্রব্য বলা হয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x