উত্তর : সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
প্রশ্ন-২. ত্বরণের মাত্রা কি?
প্রশ্ন-৩. ত্বরণের একক কি?
উত্তর : ত্বরণের এস.আই একক হলো মিটার প্রতি বর্গ সেকেন্ড (m/s2)এবং সিজিএস একক হলো সেন্টিমিটার/ সেকেন্ড² (cm/s-²)।
প্রশ্ন-৪. অসম ত্বরণ কাকে বলে?
উত্তর : বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে।
প্রশ্ন-৫. সুষম ত্বরণ কাকে বলে?
উত্তর : কোন বস্তুর বেগ যদি কোন নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তবে সেই বস্তুর ত্বরণকে সুষম ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ একটি সুষম ত্বরণের উদাহরণ।
প্রশ্ন-৬. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
প্রশ্ন-৭. তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে?
উত্তর : কোনো গতিশীল বস্তুর কোনো বিশেষ মুহুর্তে ক্ষুদ্রাতিক্ষুদ্র সময় ব্যবধানে বেগের পরিবর্তনের হারকে ঐ বিশেষ মুহুর্তের তাৎক্ষণিক ত্বরণ বলে।
প্রশ্ন-১০. বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা কর
উত্তর : আমরা জানি, বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণকে কৌণিক ত্বরণ বলে। অর্থাৎ সময়ের সাথে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। এই কৌণিক ত্বরণ বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ।