Modal Ad Example
পড়াশোনা

এইচএসসি (HSC) হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. সব ধরনের আয় ও মুনাফা রেওয়ামিলের কোন পাশে লেখা হয়?

ক. ডেবিট দিকে

খ. ক্রেডিট দিকে

গ. কোনো পাশেই আসে না

ঘ. উভয় পাশে

সঠিক উত্তর : খ

২. নিচের কোন দফাটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে?

ক. অনাদায়ি পাওনা সঞ্চিতি

খ. আন্তঃফেরত

গ. বহিঃফেরত

ঘ. সুদ প্রাপ্তি

সঠিক উত্তর : খ

৩. নিচের কোনটি কাল্পনিক সম্পদ?

ক. প্রাপ্য হিসাব  খ. প্রাথমিক খরচ

গ. সুনাম ঘ. ট্রেডমার্ক

সঠিক উত্তর : খ

৪. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এবং মূলধন হতে উত্তোলন রেওয়ামিলে দেখানো হয়—

ক. ক্রেডিট দিকে

খ. একটি ডেবিট ও অন্যটি ক্রেডিট দিকে

গ. উভয়টি ক্রেডিট দিকে

ঘ. একটি ব্যাংক ও অন্যটি মূলধন হিসাবে

সঠিক উত্তর : খ

৫. কোন হিসাবটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে না?

ক. পাওনাদার

খ. দেনাদার

গ. ব্যাংক জমাতিরিক্ত

ঘ. প্রাপ্ত ভাড়া

সঠিক উত্তর : খ

৬. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?

ক. ঋণপত্র খ. বিনিয়োগের সুদ

গ. প্রাপ্য বিল ঘ. ক্রয়ফেরত

সঠিক উত্তর : গ

৭. কোনটি রেওয়ামিলের ক্রেডিট ঘরে বসে?

ক. বিক্রয় বাট্টা খ. বকেয়া ভাড়া

গ. বিজ্ঞাপন ঘ. জীবন বিমা

সঠিক উত্তর : খ

৮. নিচের কোন হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে না?

ক. অগ্রিম প্রাপ্ত আয়

খ. অনাদায়ি পাওনা সঞ্চিতি

গ. সাধারণ সঞ্চিতি

ঘ. পাওনা বাট্টা সঞ্চিতি

সঠিক উত্তর : ঘ

৯. দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করার ফলে—

ক. রেওয়ামিলের উভয় দিকের যোগফল মিলে যায়

খ. রেওয়ামিল তৈরির প্রয়োজন হয় না

গ. খতিয়ান করা সহজ হয়

ঘ. জাবেদা করা সহজ হয়

সঠিক উত্তর : ক

১০. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট কলামের যোগফল সমান হলে—

ক. আয়-ব্যয়ের সমতা প্রকাশ করে

খ. নিট মুনাফা নিশ্চিত করে

গ. কারবারের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করে

ঘ. খতিয়ানের গাণিতিক শুদ্ধতা প্রকাশ করে

সঠিক উত্তর : ঘ

১১. সব খরচ ও সম্পদ রেওয়ামিলের কোন পাশে বসে?

ক. ডেবিট পাশে খ. ক্রেডিট পাশে

গ. উভয় পাশে ঘ. কোনো পাশেই নয়

সঠিক উত্তর : ক

১২. ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি?

ক. মূলধন খ. পাওনাদার

গ. বকেয়া বেতন ঘ. ব্যাংক ঋণ

সঠিক উত্তর : ক

১৩. রেওয়ামিলের ডেবিট পাশে বসে কোনটি?

ক. যাবতীয় আয় ও সম্পত্তি

খ. যাবতীয় সম্পত্তি ও মূলধন

গ. যাবতীয় দায় ও আয়

ঘ. যাবতীয়সম্পত্তিওখরচ

সঠিক উত্তর : ঘ

১৪. কোনটি শুদ্ধ?

ক. রেওয়ামিল হিসাবচক্রের ৪ নম্বর ধাপ

খ. রেওয়ামিল হিসাবচক্রের ৩ নম্বর ধাপ

গ. রেওয়ামিল হিসাবচক্রের ২ নম্বর ধাপ

ঘ. রেওয়ামিল হিসাবচক্রের ১ নম্বর ধাপ

সঠিক উত্তর : ক

১৫. নিচের কোন হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?

ক . ঋণপত্র

খ. বিনিয়োগের সুদ

গ. শিক্ষানবিশ সেলামি

ঘ. শিক্ষানবিশ ভাতা

সঠিক উত্তর : ঘ

১৬. ভুল সংশোধনের পর্যায়—

i. রেওয়ামিল তৈরির পূর্বে

ii. রেওয়ামিল তৈরির পরে

iii. আর্থিক বিবরণী তৈরির পর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১৭. কোনটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে না?

ক . শিক্ষানবিশ ভাতা

খ. মজুরি

গ. বেতন

ঘ. বকেয়া বেতন

সঠিক উত্তর : ঘ

১৮. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?

ক. প্রাপ্ত কমিশন

খ. বিনিয়োগ সুদ

গ. বিক্রয়

ঘ. প্রাপ্য সুদ

সঠিক উত্তর : ঘ

১৯. হিসাব কার্যক্রমের ধাপ অনুযায়ী কোনটি সঠিক?

ক. জাবেদা-খতিয়ান-রেওয়ামিল

খ. খতিয়ান-জাবেদা-রেওয়ামিল

গ. রেওয়ামিল-জাবেদা-খতিয়ান

ঘ. জাবেদা-রেওয়ামিল-খতিয়ান

সঠিক উত্তর : ক

২০. নিচের কোন দফাটি সাধারণভাবে রেওয়ামিল বহির্ভূত?

ক. সমাপনী ব্যাংক জমা

খ. প্রারম্ভিক মজুত পণ্য

গ. সমাপনী মজুত পণ্য

ঘ. সমাপনী নগদ তহবিল

সঠিক উত্তর : গ

২১. কোন দফাটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?

ক. প্রারম্ভিক মনিহারি মজুত

খ. প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত

গ. সমাপনী মনিহারি মজুত

ঘ. প্রারম্ভিক নগদ তহবিল

সঠিক উত্তর : ক

২২. আর্থিক বিবরণী তৈরির পূর্বে রেওয়ামিল তৈরি করা হয় কেন?

ক. সময় ও শ্রম হ্রাসের জন্য

খ. লাভ-ক্ষতি জানার জন্য

গ. সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য

ঘ. লাভ-ক্ষতি জানার জন্য

সঠিক উত্তর : গ

২৩. দুতরফা দাখিলার পদ্ধতি অনুসরণের ফলে কী হয়?

ক. খতিয়ান তৈরি সহজ হয়

খ. রেওয়ামিল তৈরির প্রয়োজন হয় না

গ. রেওয়ামিলের উভয় দিক সমান হয়

ঘ. প্রাথমিক বইয়ের প্রয়োজন হয় না

সঠিক উত্তর : গ

২৪. রেওয়ামিলের ডেবিট পাশে বসে কোনটি?

ক. যাবতীয় আয় ও সম্পত্তি

খ. যাবতীয় সম্পত্তি ও মূলধন

গ. যাবতীয় দায় ও আয়

ঘ. যাবতীয় সম্পত্তি ও খরচ

সঠিক উত্তর : ঘ

২৫. রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য কী?

ক. লেনদেন সারসংক্ষেপে তৈরি

খ. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই

গ. সম্পদ ও দায়ের পরিমাণ জানা

ঘ. আর্থিক ফলাফল নির্ণয়

সঠিক উত্তর : খ

২৬. জনাব প্রান্ত একজন আসবাব ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য ৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেন। এ ক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট করতে হবে?

ক. আসবাব    খ. ক্রয়

গ. নগদান    ঘ. উত্তোলন

সঠিক উত্তর : খ

২৭. নিচের কোনটি অলীক সম্পত্তি?

ক. ট্রেডমার্ক    খ. সুনাম

গ. শেয়ার বাট্টা    ঘ. পেটেন্ট

সঠিক উত্তর : গ

২৮. ডকচার্জ ও শুল্ক কোন ধরনের ব্যয়?

ক. মূলধন জাতীয়

খ. মুনাফা জাতীয়

গ. মূলধনায়িত

ঘ. বিলম্বিত মুনাফা জাতীয়

সঠিক উত্তর : খ

২৯. নিচের কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়?

ক. অনুপার্জিত আয়

খ. নিঃশেষিত ব্যয়

গ. প্রাপ্ত আয়

ঘ. প্রদেয় ব্যয়

সঠিক উত্তর : খ

৩০. নিচের কোনটি প্রতিষ্ঠানের বহিঃদায় বৃদ্ধি করে?

ক. ধারে ক্রয়

খ. স্থায়ী সম্পদের অবচয়

গ. আয়কর পরিশোধ

ঘ. প্রদেয় বিলের পরিশোধ

সঠিক উত্তর : ক

৩১. ‘মনিহারি দ্রব্যাদি সম্পদ নয়, খরচ হিসাবে দেখানো উচিত’ — এটি কোন নীতি অনুসরণ করে?

ক. বস্তুনিষ্ঠতার নীতি

খ. রক্ষণশীলতার নীতি

গ. ব্যয় সুবিধা সম্পর্ক

ঘ. সামঞ্জস্য নীতি

সঠিক উত্তর : ক

৩২. রেওয়ামিল কখন তৈরি করা হয়?

ক. বছরের প্রথমে

খ. বছরের মাঝামাঝি

গ. বছরের শেষে

ঘ. নির্দিষ্ট হিসাবকাল শেষে

সঠিক উত্তর : ঘ

৩৩. চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে নিচের কোনটি তৈরি করতে হয়?

ক. জাবেদা  খ. রেওয়ামিল

গ. খতিয়ান    ঘ. নগদান বই

সঠিক উত্তর : খ

৩৪. প্রারম্ভিক নগদ তহবিল ও প্রারম্ভিক ব্যাংক হিসাব রেওয়ামিলের কোন পাশে বসে?

ক. ডেবিট পাশে  খ. ক্রেডিট পাশে

গ. উভয় পাশে  ঘ. কোনো পাশে না

সঠিক উত্তর : ঘ

৩৫. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?

ক. শুল্ক খরচ  খ. ভাড়া খরচ

গ. কমিশন প্রদান  ঘ. অফিস খরচ

সঠিক উত্তর : ক

৩৬. রেওয়ামিল কী?

ক. একটি হিসাব

খ. হিসাবের উদ্বৃত্তের তালিকা

গ. চূড়ান্ত হিসাবের অংশ

ঘ. হিসাবের সহকারী বই

সঠিক উত্তর : খ

৩৭. কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?

ক. ভাড়া প্রাপ্তি

খ. কমিশন প্রাপ্তি

গ. নগদ বিক্রয়

ঘ. পুরোনো আসবাব বিক্রয়

সঠিক উত্তর : ঘ

৩৮.খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?

ক. স্থানান্তরকরণ  খ. শ্রেণিবদ্ধকরণ

গ. সংক্ষিপ্তকরণ  ঘ. চিহ্নিতকরণ

সঠিক উত্তর : গ

৩৯. কোনটি মূলধনজাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত?

ক. ঋণের সুদ

খ. মেশিন সংস্থাপন ব্যয়

গ. ভ্রমণ ব্যয়

ঘ. মূলধনের সুদ

সঠিক উত্তর : গ

৪০. নিচের কোনটি অদৃশ্যমান লেনদেন?

ক. কমিশন  খ. বাট্টা

গ. অবচয়  ঘ. ধারে বিক্রয়

সঠিক উত্তর : গ

৪১. অনুপার্জিত আয় কী?

ক. আয়  খ. দায়

গ. সম্পদ  ঘ. স্বত্বাধিকার

সঠিক উত্তর : খ

৪২. নিচের কোনটি মুনাফাজাতীয় ব্যয়ের উদাহরণ?

ক. বিলম্বিত বিজ্ঞাপন

খ. প্রাথমিক খরচাবলি

গ. শেয়ার অবহার

ঘ. সুদ প্রদান

সঠিক উত্তর : ঘ

৪৩. সম্ভাব্য দায় উদ্বৃত্তপত্রের কোন দিকে হবে?

ক. ডেবিট দিকে  খ. ক্রেডিট দিকে

গ. উভয় দিকে  ঘ. কোনো দিকেই নয়

সঠিক উত্তর : ঘ

৪৪. নিচের কোনটি স্পর্শনীয় সম্পত্তি?

ক. প্রাথমিক খরচাবলি

খ. সুনাম

গ. ভূমি

ঘ. বিলম্বিত বিজ্ঞাপন

সঠিক উত্তর : গ

৪৫. নিচের কোন হিসাব উদ্বৃত্তটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?

ক. প্রারম্ভিক মজুত

খ. মূলধন

গ. প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত

ঘ. সমাপনী ব্যাংক উদ্বৃত্ত

সঠিক উত্তর : গ

৪৬. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবচক্রের কোন ধাপে?

ক. জাবেদাভুক্তকরণ

খ. খতিয়ানভুক্তকরণ

গ. রেওয়ামিল প্রস্তুতকরণ

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

সঠিক উত্তর : গ

৪৭. প্রারম্ভিক মজুত ২২,০০০ টাকা, ক্রয় ১,৩৫,০০০ টাকা, বিক্রয় ৩,৭৬,০০০ টাকা ও সমাপনী মজুত পণ্য ৩৭,০০০ টাকা হলে, সমন্বিত ক্রয় কত?

ক. ১,২০,০০০ টাকা

খ. ৩৩০ টাকা

গ. ৯৮,০০০ টাকা

ঘ. ১,৫০,০০০ টাকা

সঠিক উত্তর : ক

৪৮. ‘রেওয়ামিল প্রস্তুত করা আবশ্যক’ — এ উক্তিটি কী?

ক. সঠিক

খ. সঠিক নয়

গ. কোনোটিই সঠিক নয়

ঘ. ওপরের সব কটি

সঠিক উত্তর : খ

৪৯. নিচের কোনটির মাধ্যমে হিসাবের ভুলত্রুটি ধরা পড়বে?

ক. রেওয়ামিল  খ. জাবেদা

গ. খতিয়ান  ঘ. নগদান বই

সঠিক উত্তর : ক

৫০. সম্পত্তির অবচয় ও অবলোপন রেওয়ামিলের কোন দিকে বসে?

ক. ডেবিট

খ. ক্রেডিট

গ. ডেবিট ও ক্রেডিট

ঘ. কোনো দিকেই নয়

সঠিক উত্তর : ক

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x