Modal Ad Example
পড়াশোনা

জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (পর্ব-১)

1 min read

১. রেচনতন্ত্রের কাজ কী?
(ক) শরীর বৃত্তীয় ভারসাম্য রক্ষা করা    (খ) শরীরকে দৃঢ়তা প্রদান   (গ) স্নায়বিক উত্তেজনা প্রশমন করা   (ঘ) বংশগতীয় বৈশিষ্ট্য প্রকাশ করা

২. মানবদেহে নেফ্রনের সংখ্যা কত?
(ক) ১০ লক্ষ    (খ) ২০ লক্ষ
(গ) ৩০ লক্ষ     (ঘ) ৪০ লক্ষ

৩. বৃক্কের নেফ্রনে ছাঁকনির মতো পর্দাটি কী?
(ক) গ্লোমেরুলাস  (খ) রেনাল করপাসল  (গ) বোম্যান্স ক্যাপসুল  (ঘ) হিলোম

৪. মানুষের বৃক্কের রঙ কোনটি?
(ক) লাল   (খ) কালো   (গ) লালচে   (ঘ) কালচে লাল

৫. মেডুলায় রেনাল পিরামিডের সংখ্যা কত?
(ক) ৮-১২টি    (খ) ১৪-১৬টি
(গ) ৫-৭টি    (ঘ) ১৭-২১টি

৬. বৃক্ক নালিকার নিকটস্থ কোনটি?
(ক) প্রোক্সিমাল   (খ) হেনলির লুপ   (গ) রেনাল করপাসল   (ঘ) পেলভিস

৭. মূত্রথলির নিচের দিকে থাকে–
(ক) মূত্রনালি
(খ) ছিদ্র
(গ) মলদ্বার
(ঘ) পেলভিস

৮. বৃক্কে প্রবেশকারী রক্তবাহী নালিটির নিয়ন্ত্রক কোনটি?
(ক) রেচনতন্ত্র  (খ) স্নায়ুতন্ত্র  (গ) শ্বসনতন্ত্র  (ঘ) রক্ত সংবহনতন্ত্র

৯. বৃক্কে পাথর হলে কোন উপসর্গ দেখা যায়?
(ক) চুল পড়ে যায়?
(খ) শরীরে ঘা হয়
(গ) কোমরে ব্যথা হয়
(ঘ) চোখে ঝাপসা লাগে

১০. মানুষের সব সময় কয়টি কিডনি কার্যকর থাকে?
(ক) ১টি     (খ) ২টি
(গ) ৩টি      (ঘ) ৪টি

১১. বৃক্কে রক্ত সরবরাহ নিয়ন্ত্রিত হয়–
i. সংবেদী স্নায়ুতন্ত্রের সাহায্যে
ii. পার্শ্ব-সংবেদী স্নায়ুতন্ত্রের সাহায্যে
iii. সরাসরি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) iii
(ঘ) ii

১২. মূত্রের স্বাভাবিক প্রবাহকে বৃদ্ধি করে–
i. ডাই ইউরেটিকস নামক পদার্থ
ii. পানি, লবণাক্ত পানি, চা, কফি প্রভৃতি
iii. গ্লুকোজ
নিচের কোনটি সঠিক?
(ক) i এবং ii
(খ) ii এবং iii
(গ) i এবং iii
(ঘ)i, ii এবং iii

১৩. বৃক্কে পাথর অপসারণের চিকিৎসা হলো–
i. বৃক্কে অস্ত্রোপচার করা
ii. আল্ট্রাসনিক লিথট্রিপসি করা
iii. পানি গ্রহণ ও ওষুধ সেবন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) ii, iii
(গ) i, ii ও iii
(ঘ) i ও iii

১৪. ডায়ালাইসিস প্রক্রিয়াটিতে–
i. মেশিনের ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কব্জির ধমনির সাথে সংযোজন করা হয়
ii. মেশিনের ডায়ালাইসিস টিউবের অন্য প্রান্ত একই হাতের কব্জির শিরার সাথে যুক্ত করা হয়
iii. ডায়ালাইসিস মেশিনের টিউবটি অন্য মেশিনের সাথে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) ii, iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
জমিলা খাতুন বেশ কিছু দিন থেকে শারীরিকভাবে অসুস্থ। হাসপাতালে ভর্তি হলে ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখলেন জমিলা খাতুনের দু’টি বৃক্কই বিকল হয়ে গেছে।
১৫. জমিলা খাতুনের কোন অঙ্গটি বিকল হয়েছে?
(ক) হৃৎপিণ্ড    (খ) বৃক্ক
(গ) ফুসফুস     (ঘ) যকৃৎ

১৬. জমিলা খাতুনের সুস্থ হওয়ার উপায়–
i. ডায়ালাইসিস প্রক্রিয়ায় বৃক্ক সচল করা
ii. বৃক্ক প্রতিস্থাপন করা
iii. ফুসফুস প্রতিস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) ii, iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১৭. ইউরিয়া কোথায় তৈরি হয়?
(ক) বৃক্কে   (খ) যকৃতে   (গ) দেহকোষে   (ঘ) রেনাল ধমনিতে

১৮. বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা কমে–
i. শারীরিক ওজন হ্রাস পেলে
ii. কম পানি পান করলে
iii. স্বল্প পরিমাণ আমিষ খেলে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৯.  প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?

ক) জীববিজ্ঞান  খ) কৃষিবিজ্ঞান  গ) বনবিজ্ঞান  ঘ) সমুদ্রবিজ্ঞান

উত্তরঃ ক)

২০. ‘Bios’ শব্দের অর্থ কী?

ক) জ্ঞান   খ) পরিধি   গ) জীবন   ঘ) সংখ্যা

উত্তরঃ গ)

উত্তর : –
১ : (ক); ২ : (খ); ৩ : (ক); ৪ : (গ); ৫ : (ক); ৬ : (ক); ৭ : (খ); ৮ : (খ);  ৯ : (গ); ১০ : (ক);  ১১ : (ক); ১২ : (ক); ১৩ : (গ); ১৪ : (ক); ১৫ : (খ); ১৬ : (ক); ১৭ : (ক); ১৮ : (খ); ১৯ : (ক); ২০ : (গ) ।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x