পড়াশোনা
1 min read

প্রথম অধ্যায় : আমাদের জীবনে কৃষি, ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা

প্রশ্ন-১. উদ্যান ফসল কাকে বলে?
উত্তর : বসতবাড়ির চারপাশের উঁচু জমিতে যেসব ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসল চাষ করা হয় তাকে উদ্যান ফসল বলে। যথা : আম, শিম, গোলাপ, রসুন ইত্যাদি।
প্রশ্ন-২. মাঠ ফসল কাকে বলে?
উত্তর : খোলা মাঠে যে সকল ফসল উৎপাদন করা যায় তাদের মাঠ ফসল বলে।
প্রশ্ন-৩. কৃষি মেলা কাকে বলে?
উত্তর : কৃষিবিষয়ক বিভিন্ন প্রযুক্তি যে মেলায় প্রদর্শন করা হয়, তাকে কৃষি মেলা বলে।
প্রশ্ন-৪. কৃষিমেলা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : কৃষিমেলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এ মেলায় এক নজরে নানা ফসলের বাহারি ফলন দেখা যায়। এ মেলায় কৃষিবিষয়ক তথ্য প্রচারের জন্য নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এছাড়াও চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন।
Rate this post