পড়াশোনা
1 min read

উভচর প্রাণী কাকে বলে? উভচর প্রাণীর উদাহরণ ও বৈশিষ্ট্য।

যেসব প্রাণী জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে তাদের উভচর প্রাণী বলে। উদাহরণ : ব্যাঙ, সিসিলিয়ান, ইস্টার্ন নিউট, Salamander, Gymnophiona, Labyrinthodontia, Microsauria, Caudata, Torrent salamander, Pacific giant salamander, Lissamphibia ইত্যাদি।

উভচর প্রাণীর বৈশিষ্ট্য
উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো–

  1. এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে থাকে।
  2. এদের ত্বকে লোম, আঁইশ বা পালক কিছুই থাকে না।
  3. দুই জোড়া পা থাকে কিন্তু পায়ের আঙুলে নখ থাকে না।
  4. জীবনের প্রাথমিক অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়।
ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?
ব্যাঙ জীবনের প্রথম অবস্থায় অর্থাৎ, ব্যাঙাচি থাকা অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার, পরিণত বয়সে এরা ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এই বৈশিষ্ট্যগুলোর সাথে উভচর প্রাণীর বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়।
3/5 - (2 votes)