পড়াশোনা
1 min read

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (পর্ব-১)

১. Global Village এর উপাদান কোনটি?
(ক) Genetic Engineering  (খ) Biometrix  (গ) Education  (ঘ) AI

২. অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে–
i. যোগাযোগ
ii. Genetic Engineering
iii. সামাজিক যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i ও iii

৩. ১ জন শিক্ষার্থীর বর্তমানে বেশি সচেতন হওয়া উচিত কোন বিষয়ে?
(ক) Virtual Reality   (খ) Ai   (গ) নৈতিকতা   (ঘ) যোগাযোগ

৪. Virtual Reality এর সাথে সম্পর্কিত কোনটি?
(ক) AI   (খ) Genetic Engineering  (গ) 7D  (ঘ) Biometris

৫. LTE হলো–
(ক) 1G    (খ) 2G    (গ) 3G    (ঘ) 4G

৬. WiMax–
(ক) World Wide Interoperability for Microwave Access
(খ) World Wide Interperability for Microwave Access
(গ) World Wide Interperability for Microwave Acess
(ঘ) Word Wide Interoperability for Micrave Access

৭. ক্রায়োসার্জারিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(ক) অক্সিজেন   (খ) তরল নাইট্রোজেন   (গ) তরল এমোনিয়াম  (ঘ) লিথিয়াম

৮. Microwave এর মাধ্যমে করা যায়–
i. Data transmission
ii. Heat generation
iii. Light generation
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i ও iii

৯. WiFi এর Standard কোনটি?

(ক) IEEE 802.11   (খ) IEEE 802.15   (গ) IEEE 802.16   (ঘ) IEEE 802.14

১০. 39.7510 =?
(ক) (100111.11)2
(খ) 110001.112
(গ) 101010.012
(ঘ) 111000.12

১১. 190.510=?
(ক) BE.816   (খ) AE.816   (গ) CE.816   (ঘ) DE.816

১২. 110011.111=?
i. 51.875
ii. 63.79
iii. AB.D16
নিচের কোনটি সঠিক?
(ক) i           (খ) i ও ii
(গ) ii ও iii   (ঘ) i ও iii

১৩. http হলো–
(ক) hyper text transfer protocol
(খ) higher text transfer protocol
(গ) hyper text terminal protocol
(ঘ) higher text terminal protocol

১৪. Basic tag কোনটি?
(ক) <tr>   (খ) <img>   (গ) <body>   (ঘ) <b>

১৫. কোনটি array?
(ক) int x [3]   (খ) x [3]   (গ) int x(3)   (ঘ) x (3)

১৬. NOMAD কোন প্রজন্মের ভাষা?
(ক) প্রথম    (খ) দ্বিতীয়    (গ) তৃতীয়    (ঘ) চতুর্থ

১৭. লাইব্রেরি ফাংশনের getch (c) এর হেডার ফাইল–
(ক) stdio.h   (খ) math.h   (গ) conio.h   (ঘ) graphics.h

১৮. RDBMS ব্যবহৃত হতে পারে কোথায়?
i. অফিস
ii. শিক্ষা প্রতিষ্ঠান
iii. বাসায়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i ও iii

১৯. ডি মরগানের উপপাদ্য কয়টি?
(ক) ৩ টি
(খ) ২ টি
(গ) ৫ টি
(ঘ) ৪ টি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
মোতালেব সাহেব তার কম্পিউটারে সংরক্ষিত ডেটাবেজ টেবিলের ডেটাকে ঊর্ধ্বক্রম ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এর ফলে তিনি ডেটাকে সহজে খুঁজে বের করতে পারছিলেন।
২০. মোতালেব সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলে?
(ক) সর্টিং
(খ) ফরম্যাটিং
(গ) ইন্ডেক্সিং
(ঘ) কুয়েরি

২১. উক্ত পদ্ধতির সুবিধা–
i. স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়।
ii. কাজের গতি বৃদ্ধি পায়।
iii. কম জায়গার প্রয়োজন হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

২২. HTML-এ <br> ট্যাগ দ্বারা কী নির্দেশ করে?
(ক) লাইন ব্রেক
(খ) পেইজ ব্রেক
(গ) সকল কাজ বিরত রাখা
(ঘ) লেখা বোল্ড করা

২৩. ওয়েবপেজ পাবলিশিংয়ের জন্য প্রয়োজন–
i. ডোমেইন রেজিস্ট্রেশন করা
ii. ওয়েবপেজ তৈরি করা
iii. ওয়েবপেজ হোস্টিং করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২৪. DBMS এর পূর্ণ নাম কী?
(ক) Database Manipulation System
(খ) Database Management System
(গ) Database Management Service
(ঘ) Database Management Software

২৫. URL এর তৃতীয় অংশের নাম কী?
(ক) প্রোটোকল
(খ) পথ
(গ) প্যারামিটার
(ঘ) হোস্ট নেম

উত্তরমালাঃ
১ : (গ); ২ : (ক); ৩ : (গ); ৪ : (গ); ৫ : (ঘ); ৬ : (ক); ৭ : (খ); ৮ : (ঘ); ৯ : (ক); ১০ : (ক); ১১ : (ক); ১২ : (খ); ১৩ : (ক); ১৪ : (গ); ১৫ : (ক); ১৬ : (ঘ); ১৭ : (গ); ১৮ : (খ); ১৯ : (খ); ২০ : (গ); ২১ : (ক); ২২ : (ক); ২৩ : (ঘ); ২৪ : (খ); ২৫ : (ঘ);

Rate this post