Modal Ad Example
পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (পর্ব-২)

1 min read

১. ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি?
(ক) বাস্তব জগতে বিচরণ
(খ) দ্বিমাত্রিক বাস্তব জগতে বিচরণ
(গ) ত্রিমাত্রিক বাস্তব জগতে বিচরণ
(ঘ) কাল্পনিক ত্রি-মাত্রিক জগতে বিচরণ

২. একটি রোবট কোন ঘরের চারিদিকে ঘুরে ঘুরে অবস্থিত ময়লা পরিষ্কার করতে পারে। কেননা রোবটটির–
i. কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে
ii. অ্যাকচুয়েটর হিসেবে কৃত্রিম হাত রয়েছে
iii. ক্যামেরা যুক্ত আছে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii

৩. বায়োলজিক্যাল ইনফরমেশন ম্যানেজমেন্টের জন্য কম্পিউটার নির্ভর প্রযুক্তিকে বলা হয়–
(ক) বায়োমেট্রিক্স   (খ) বায়োইনফরমেটিক্স   (গ) রোবোটিক্স   (ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

৪. Start bit ক্ষতিগ্রস্ত হলে ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় কোন Data Transmission Method এ?
(ক) Asynchronous   (খ) Synchronous   (গ) Simplex   (ঘ) Isochronous

৫. Cat-5 কোন তারের প্রকারভেদ?
(ক) Telephone ক্যাবল  (খ) Co-axial ক্যাবল  (গ) Twisted pair ক্যাবল  (ঘ) Fiber-optic ক্যাবল

৬. একটি Mesh Topology তে ৮টি Node বিদ্যমান। মোট তারের সংখ্যা কত?
(ক) ১৬   (খ) ২৮   (গ) ৪০  (ঘ) ৫২

৭. Cloud Computing এর সার্ভিস নয় কোনটি?
(ক) ইনফ্রাস্ট্রাকচার  (খ) সফটওয়্যার  (গ) প্লাটফর্ম  (ঘ) প্রোগ্রামিং

৮. বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরের জন্য কোন বর্তনী প্রয়োজন হয়?
(ক) ডিকোডার  (খ) এনকোডার  (গ) ফুলঅ্যাডার  (ঘ) হাফঅ্যাডার

৯. কোন কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের ইনপুট, পূর্বের ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে আসে–
i. অ্যাসিনক্রোনাস
ii. সিনক্রোনাস
iii. রিপল
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও iii
(ঘ) ii ও iii

১০. A.D = D.A এটি কোন বুলিয়ান উপপাদ্য?
(ক) বিনিময়   (খ) অনুসঙ্গ   (গ) বিভাজন   (ঘ) ডি-মরগ্যান

১১. +(5)8 কে 2 এর পরিপূরকের সচিহ্ন সংখ্যায় প্রকাশ করো।
(ক) 00000101
(খ) 11111011
(গ) 11111010
(ঘ) 01111011

১২. (3)16 + (5)8 = (?)16
(ক) 8
(খ) 7
(গ) 6
(ঘ) 5

১৩. এনকোডার বর্তনীর উদাহরণ কোনটি–
i. কী-বোর্ড
ii. মাউস
iii. টেলিফোন সেট
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i এবং ii
(গ) ii এবং iii
(ঘ) i, ii এবং iii

১৪. ইন্টারনেটে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েবপেজে গমন করাকে বলা হয়–
(ক) ব্রাউজিং
(খ) সার্চিং
(গ) নেভিগেশন
(ঘ) আপলোডিং

১৫. নতুন প্যারাগ্রাফ ব্যতীত একটি নতুন লাইন লেখার জন্য ব্যবহার করা হয়–
(ক) <br>
(খ) <break>
(গ) <new_line>
(ঘ) <return>

১৬. ওয়েবসাইটের কাঠামোর অন্তর্ভুক্ত হলো–
i. Main Section
ii. Homepage
iii. Subsection
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৭. হেডার ফাইল হলো–
i. string.h
ii. conio.h
iii. output.h
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) i, ii ও iii
(গ) i ও ii
(ঘ) iii

১৮. প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে অ্যালগরিদম এর পরের ধাপ হলো–
(ক) প্রোগ্রাম কোডিং  (খ) ফ্লোচার্ট  (গ) অ্যালগরিদম  (ঘ) প্রোগ্রাম বাস্তবায়ন

১৯. “C” ভাষাতে কোনটি Logical Operator?
(ক) ++   (খ) <   (গ) = =   (ঘ) !

২০. pow (15/3-9/3), (17%5)-4+3*2+7
হিসাবটির সি ভাষায় ফলাফল কত?
(ক) 1   (খ) -4   (গ) 13   (ঘ) 10

২১. নিচের কোনটি সি ভাষায় বৈধ চলক?
(ক) ay@c173
(খ) xxyc23
(গ) abc ab
(ঘ) xyz-ab

২২. for(i=1;i<10;i+=2) printf(“%d”,i);
এই স্টেটমেন্টটির ফলাফল কোনটি?
(ক) 1 2 3 4 5 6 7 8 9
(খ) 1 3 5 7 9
(গ) 1 2 3 4 5 6 7 8 9 10
(ঘ) 2 4 6 8 10

২৩. জাংশন টেবিল ব্যবহৃত হয় কোন ধরনের রিলেশনশীপে?
(ক) One to one
(খ) One to many
(গ) Many to one
(ঘ) Many to Many

২৪. ডেটা হায়ারার্কির অংশ কয়টি?
(ক) ৪
(খ) ৬
(গ) ৮
(ঘ) ১০

২৫. রিপোর্ট ফাইল তৈরি করা হয়?
i. ডেটা ফাইল ব্যবহার করে
ii. ফর্ম ফাইল ব্যবহার
iii. কুয়েরি ফাইল ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর : –
১ : (ঘ); ২ : (ঘ); ৩ : (খ); ৪ : (ক); ৫ : (গ); ৬ : (খ); ৭ : (ঘ); ৮ : (ক); ৯ : (গ); ১০ : (ক); ১১ : (ঘ); ১২ : (ক); ১৩ : (ঘ); ১৪ : (ক); ১৫ : (ক); ১৬ : (ঘ); ১৭ : (গ); ১৮ : (ক); ১৯ : (ঘ); ২০ : (গ); ২১ : (খ); ২২ : (খ); ২৩ : (ঘ); ২৪ : (খ); ২৫ : (গ)

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x